জল্পনার অবসান, Mullah Baradar-এর নেতৃত্বেই Afghanistan-এ নয়া Taliban সরকার

শীঘ্রই ঘোষণা করবে তালিবান।

Updated By: Sep 3, 2021, 01:48 PM IST
জল্পনার অবসান, Mullah Baradar-এর নেতৃত্বেই Afghanistan-এ নয়া Taliban সরকার

নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান। আফগানিস্তানে (Afghanistan) গঠিত হতে চলা নয়া তালিবান (Taliban) সরকারের প্রধান হতে চলেছেন শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদার (Mullah Abdul Ghani Baradar)। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এমনটাই খবর। শুক্রবারই সরকার গঠন করতে চলেছে তালিবান।

ইতিমধ্যে কাবুল পৌঁছে গিয়েছে তালিবান শীর্ষ নেতৃত্ব। সরকার গঠনের শেষ প্রস্তুতি চলছে। মোল্লা আব্দুল ঘানি বারাদারের (Mullah Abdul Ghani Baradar) নেতৃত্বাধীন সরকারের সদস্য হতে চলেছেন তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা উমরের ছেলে মোল্লা মহম্মদ ইয়াকুব, শের মহম্মদ আব্বাস স্টানেকজাই।

আরও পড়ুন: Afghanistan: 'কাশ্মীরিদের জন্য সরব হওয়ার অধিকার আছে আমাদের', বার্তা Taliban মুখপাত্রের

আরও পড়ুন: Gun Violence: টাকার বিনিময়ে বন্দুকের নলে ঠুলি? নিরাপত্তা কিনতে হচ্ছে ডলার খরচ করে!

 

মার্কিন সেনা প্রত্য়াহারের ঘোষণার পরই আফগানিস্তানে একের পর একে এলাকা দখলে নিতে থাকে তালিবান। এরপর ১৫ অগাস্ট কাবুলের দখল নেয় তালিবানরা। রাজধানীর দখল নিয়ে নিজেদের বিজয়ী বলে ঘোষণা করে জেহাদরা। দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি। এরপর ৩১ অগাস্ট মার্কিন সেনা সম্পূর্ণ ভাবে সরে গেলে সরকার গঠনের ঘোষণা করে তালিবান। সূত্রের খবর, সেই পরিকল্পনা মতোই শুক্রবার সরকার ঘোষণা করবে তালিবান। এর আরও একটা কারণ হল, ইসলাম ধর্মাবলম্বিদের কাছে জুম্মাবার বা শুত্রবার হল পবিত্র দিন। 

.