শার্লে এবদোয়-এর কার্টুন প্রকাশ করায় হামলা জার্মানির সংবাদপত্রের দফতরে

Updated By: Jan 11, 2015, 01:10 PM IST
শার্লে এবদোয়-এর কার্টুন প্রকাশ করায় হামলা জার্মানির সংবাদপত্রের দফতরে

আবার হামলা সংবাদমাধ্যমের দফতরে।  প্যারিসের পর এবার জার্মানির হামবুর্গে একটি সংবাদপত্রের দফতরে হামলা হয়  রবিবার সকালে। দফতরের জানালা লক্ষ্য করে পাথর ছোঁড়ে আততায়িরা। আগুন  লাগিয়ে দেওয়ারও চেষ্টা হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিতর্কিত কার্টুন প্রকাশিত হয়েছিল ওই সংবাদপত্রে। সেই কারণেই হামলা কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।

শার্লে এবদোয়  দফতরে নক্কারজনক জঙ্গি নাশকতার পর মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সরব হয় হামবুর্গের মর্গানপোস্ট নামে ওই সংবাদপত্রটি। শার্লে এবদোয়  কিছু কার্টুন তাঁরা সংবাদপত্রের প্রথম পাতায় ছাপা হয়েছিল। হেডলাইন ছিল,  "This much freedom must be possible!'

এই ঘটনায় দু'জনক আটক করেছে পুলিস। প্রশ্ন উঠছে শার্লে এবদোয়  হামলার সঙ্গে এর যোগ কোথায়? হেমবার্গের এক পুলিস আধিকারিক জানিয়েছেন, এখনও এটা নিশ্চিত করে বলা সম্ভব নয়। যাঁদেরকে আটক করা হয়েছে তাঁদের পরিচয় সম্পর্কেও বিস্তারিত কিছু বলতে চাইছে না পুলিস।

 

.