ব্রিটেনের পর ভারতেও বন্ধ অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

৮ সেপ্টেম্বর ব্রিটেনে তৃতীয় দফার ট্রায়াল আচমকাই বন্ধ করে দেওয়া হয় এক ভলান্টিয়ারের অসুস্থতাকে কেন্দ্র করে। আমেরিকা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ট্রায়ালও তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বুধবারও সিরাম ইনস্টিটিউট ট্রায়াল বন্ধ করেনি। 

Updated By: Sep 10, 2020, 07:22 PM IST
ব্রিটেনের পর ভারতেও বন্ধ অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

নিজস্ব প্রতিবেদন: এবার ভারতেও বন্ধ হয়ে গেল অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল। ব্রিটেনের আঁচ এবার ভারতেও। একই ফর্মুলা। কিন্তু ভ্যাকসিন তৈরি করছে একাধিক সংস্থা। অক্সফোর্ডের দাওয়াই ব্রিটেনে পরখ করছে অ্যাস্ট্রাজেনেকা। আর ভারতে পুণের সিরাম ইনস্টিটিউটের হাতে তৈরি হচ্ছে টিকা। 

৮ সেপ্টেম্বর ব্রিটেনে তৃতীয় দফার ট্রায়াল আচমকাই বন্ধ করে দেওয়া হয় এক ভলান্টিয়ারের অসুস্থতাকে কেন্দ্র করে। আমেরিকা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ট্রায়ালও তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বুধবারও সিরাম ইনস্টিটিউট ট্রায়াল বন্ধ করেনি। 

ব্রিটেনের ঘটনার পরেও কেন বন্ধ হয়নি ট্রায়াল? এই প্রশ্নে সিরাম ইনস্টিটিউটকে শো-কজ নোটিস পাঠায় ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DGCI)। কেন অ্যাস্ট্রাজেনেকার ট্রায়াল বন্ধের সিদ্ধান্তের কথা DGCI-কে জানানো হয়নি? প্রশ্ন তোলা হয়েছে এই নোটিসে ভলান্টিয়ারদের সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত ট্রায়াল কেন বন্ধ হচ্ছে না? প্রশ্ন DGCI-এর।

নোটিস হাতে পাওয়ার পরেই সংক্ষিপ্ত বিবৃতিতে ট্রায়াল বন্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করেছে সিরাম ইনস্টিটিউট। ব্রিটেনের ঘটনার পূর্ণ পর্যালোচনা না হওয়া পর্যন্ত ট্রায়াল বন্ধই থাকবে। যদিও সূত্রের খবর, ব্রিটেনে অসুস্থ হয়ে পড়া ভলান্টিরারের স্পাইনাল কর্ডজনিত সমস্যা হয়েছে জুলাই মাসেও আরেক ভলান্টিয়ারের নার্ভের সমস্যা দেখা গিয়েছিল সেবারও ট্রায়াল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল তবে এটা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কি না, এখনও স্পষ্ট নয়

যে ফর্মুলার জোরে আগামী বছরের গোড়ায় করোনা প্রতিষেধক হাতে পাওয়ার আশা ছিল, তার ট্রায়াল বন্ধ হয়ে যাওয়ায় ফের অনিশ্চয়তার মুখে মানুষজন। যদিও অ্যাস্ট্রাজেনেকা বলছে, এই হোঁচটে বিশেষ ক্ষতির সম্ভাবনা নেই। প্রস্তাবিত সময়ের মধ্যেই সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করে বাজারে আসবে ভ্যাকসিন।

.