জাহাজের সঙ্গে ধাক্কায় লঞ্চডুবি বাংলাদেশে, মৃত্যু ২৬
উদ্ধারকাজ এখনও চলছে।
নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশে কালবৈশাখীর কোপে পড়ল লঞ্চ। লাগল জাহাজের সঙ্গে ধাক্কাও। মৃত্যু প্রায় তিরিশ। উদ্ধারকাজ এখনও চলছে।
জানা গিয়েছে, প্রায় আড়াইশো যাত্রী নিয়ে একটি লঞ্চ Bangladesh-এর নারায়ণগঞ্জ (Narayanganj) থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। রবিবার সন্ধে ছ'টা নাগাদ লঞ্চটি যাত্রা শুরু করেছিল। লঞ্চটি মদনগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর (Shitalakkhya river) সেতুর কাছাকাছি আসার পরে এসকেএল-৩ নামে একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে তার ধাক্কা লাগে। সেই ধাক্কার জেরেই ডুবে যায় লঞ্চটি। দুর্ঘটনার পর অনেক যাত্রীই সাঁতরে তীরে উঠে যান। তবে অনেকেই নিখোঁজও হয়ে যান। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ২৬ জনের মৃত্যু হয়েছে। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, যাত্রীসংখ্যা ২৫০ নয়, ১০০ ছিল।
আরও পড়ুন: গৃহবন্দি জর্ডনের রাজকুমার Hamzah bin Hussein
The Bangladesh Inland Water Transport Authority চার সদস্যের একটি দল গঠন করেছে। দলটি এই দুর্ঘটনার তদন্ত করবে।
Narayanganj District Deputy Director of Fire Service এবং Civil Defence-এর তরফে জানানো হয়েছে, ঝড়বৃষ্টির কারণে উদ্ধারকাজ (rescue) শুরু করতে দেরি হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে।
আরও পড়ুন: Indonesia এবং East Timor-য়ে বন্যা-ভূমিধসের জেরে মৃত্যু ৯০, নিখোঁজ ১২