Afghanistan: প্রয়োজনে আবারও আফগানিস্তানে ড্রোন হামলা, হুঁশিয়ারি পেন্টাগনের

আফগানভূম থেকে সেনা প্রত্যাহার করার ২৪ ঘণ্টার মধ্যে এমনই হুঁশিয়ারি দিল পেন্টাগন।

Updated By: Sep 1, 2021, 11:40 AM IST
Afghanistan: প্রয়োজনে আবারও আফগানিস্তানে ড্রোন হামলা, হুঁশিয়ারি পেন্টাগনের

নিজস্ব প্রতিবেদন: মার্কিন সেনা আফগানিস্তান ছাড়লেও, প্রয়োজনে ফের ড্রোন হামলা করবে। আইএস খোরাসানকে এমনই হুঁশিয়ারি দিল পেন্টাগন। আফগান প্রদেশও তো বটেই দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেও নজর রাখছে আমেরিকা। আফগানভূম থেকে সেনা প্রত্যাহার করার ২৪ ঘণ্টার মধ্যে এমনই হুঁশিয়ারি দিল পেন্টাগন। 

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি  বলেন, ''ইসলামিক স্টেট খোরাসান এবং আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। প্রয়োজন হলে সবটা সামলাতে ফের ড্রোন হামলা করবে মার্কিন মুলুক।'' 

প্রেস সেক্রেটরি জন কিরবি আরও  বলেন, "আমরা কোনও অনুমানভিত্তিক অপারশনে যাচ্ছি না। যা হবে তা বাস্তব প্রেক্ষাপটের ভিত্তিতে। আমরা নিজেদের ক্ষমতা বজায় রেখেই চলব। যখন প্রয়োজন হবে তখন তা ব্যবহার করব।"

আরও পড়ুন, India-Taliban meet: দোহাতে ভারত-তালিবান বৈঠক, ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা

মঙ্গলবার, মার্কিন সেনা চলে যাওয়ায় ২০ বছরের যুদ্ধের সমাপ্তি হয়। অবশেষে দেশে ফেরে মার্কিন সেনা। আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। পূর্ব ঘোষণা মতোই ৩১ অগাস্টের সময়সীমা শেষ হওয়ার আগেই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেয় আমেরিকা৷

বাইডেন বলেন, ''আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের ইতি হল। বিগত ১৭ দিনে আকাশপথে সবথেকে বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। মার্কিন বাহিনী ১ লক্ষ ২০ হাজারের বেশ মার্কিন নাগরিক, সহকারী দেশের নাগরিক ও আমেরিকার আফগান সহকারীদের উদ্ধার করেছে যা আমেরিকার ইতিহাসে বৃহৎ। মার্কিন সেনা অসম্ভব সাহসিকতা, দৃঢ়তা ও পেশাদারিত্বের ছাপ রেখেছে।'' 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.