পাকিস্তানের কোয়েটায় পুলিস ট্রেনিং সেন্টারে জঙ্গিহানা, হামলায় মৃত ৬০

পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশে কোয়েটায় পুলিস ট্রেনিং সেন্টারে জঙ্গিহানা। হামলায় মৃত ৬০। এদের মধ্যে ৫৭ জন ট্রেনি পুলিস কর্মী। তিনজন জঙ্গিকে নিকেশ করেছে পুলিস। সংবাদ মাধ্যম সূত্রের খবর, সাইরাব রোডের একটি পুলিস ট্রেনিং সেন্টারে ছয় জঙ্গি হামলা চালায়। শুরু হয় গুলির লড়াই। ইতিমধ্যেই ট্রেনিং সেন্টারের বাইরে ঘিরে ফেলেছে পাক সেনার সন্ত্রাসদমন শাখা। জখম পুলিস কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকে কাপুরোষোচিত কাজ বলে  কড়া নিন্দা করেছেন তেহরিখ ই -ইনসাফের প্রধান ইমরান খান। শেষ পাওয়া খবরে জানা গেছে প্রায় দুশো পণবন্দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Updated By: Oct 25, 2016, 09:02 AM IST
পাকিস্তানের কোয়েটায় পুলিস ট্রেনিং সেন্টারে জঙ্গিহানা, হামলায় মৃত ৬০

ওয়েব ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশে কোয়েটায় পুলিস ট্রেনিং সেন্টারে জঙ্গিহানা। হামলায় মৃত ৬০। এদের মধ্যে ৫৭ জন ট্রেনি পুলিস কর্মী। তিনজন জঙ্গিকে নিকেশ করেছে পুলিস। সংবাদ মাধ্যম সূত্রের খবর, সাইরাব রোডের একটি পুলিস ট্রেনিং সেন্টারে ছয় জঙ্গি হামলা চালায়। শুরু হয় গুলির লড়াই। ইতিমধ্যেই ট্রেনিং সেন্টারের বাইরে ঘিরে ফেলেছে পাক সেনার সন্ত্রাসদমন শাখা। জখম পুলিস কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকে কাপুরোষোচিত কাজ বলে  কড়া নিন্দা করেছেন তেহরিখ ই -ইনসাফের প্রধান ইমরান খান। শেষ পাওয়া খবরে জানা গেছে প্রায় দুশো পণবন্দিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন মল্লিকা শেরওয়াত কত আগে করে দেখিয়েছেন, আর ধোনিদের মুখ থেকে লোকে আজ সচেতন হচ্ছে!

আরও পড়ুন জানুন কীভাবে মেকআপ ছাড়াই মিনিটে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবেন

.