এবার হ্যাশট্যাগের ব্যাখ্যা দেবে টুইটারের নতুন ফিচার

Updated By: Aug 5, 2014, 12:00 AM IST
এবার হ্যাশট্যাগের ব্যাখ্যা দেবে টুইটারের নতুন ফিচার

এবার হ্যাশট্যাগের ব্যাখ্যা দেবে টুইটারের নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে প্রতিটা হ্যাশট্যাগের সঙ্গে থাকবে সেই হ্যাশট্যাগের ব্যখ্যা ও সেই হ্যাশট্যাগের সঙ্গে জড়িত টুইট।

যদিও টুইটার এখন শুধুমাত্র হাতেগোনা কিছু হ্যাশট্যাগেরই ব্যাখ্যা দিচ্ছে। এর মধ্যে রয়েছে #smh (shaking my head). #ConfessionNight (গোপন কিছু প্রকাশ করতে চাইলে এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়) বা #MH17(উক্রেনে ভেঙে পড়া মালয়েশিয়ার বিমান)।

ডেস্কটপ বা অ্যানড্রয়েড ইউজাররা এখনও এই ফিচার ব্যবহার করতে পারছেন না। এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে এই ফিচার।

 

.