Ukraine Crisis: রাশিয়া পারমাণবিক হামলার ছক কষছে! কী বলছে ইউক্রেন-হামলার গতিপ্রকৃতি?

মার্কিন প্রতিরক্ষার তরফে জানানো হয়েছে, রুশ সেনা ক্রমশ সীমান্তের কাছাকাছি চলে যাচ্ছে।

Updated By: Feb 20, 2022, 02:27 PM IST
Ukraine Crisis: রাশিয়া পারমাণবিক হামলার ছক কষছে! কী বলছে ইউক্রেন-হামলার গতিপ্রকৃতি?

নিজস্ব প্রতিবেদন: রাশিয়া কি উসকানি দিচ্ছে? অন্তত ইউক্রেন সীমান্তে রুশসেনার গতিপ্রকৃতি দেখে তেমনই মত মার্কিন সরকারের। রাশিয়া নিউক্লিয়ার শক্তিও কি প্রয়োগের পরিকল্পনা করেছে! অন্তত বিরোধী গোষ্ঠীর পর্যবেক্ষণ তেমনই। 

পাশ্চাত্য কিন্তু যুদ্ধের আতঙ্কে ভুগছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মর্মেই হোয়াইট হাউস থেকে মন্তব্য করেছেন। তিনি এমনও মন্তব্য করেন যে, রাশিয়া যে কোনও মুহূর্তে ইউক্রেনের উপর হামলে পড়তে পারে।

আসলে কিয়েভ থেকে গোলাগুলি ছোড়ার যে কথা শোনা যাচ্ছে, তার জেরে আগেই ফ্রান্স ও জার্মানি তার নাগরিকদের সেখান থেকে সরিয়ে নিয়েছে। মার্কিন প্রতিরক্ষার তরফে জানানো হয়েছে, রুশ সেনা ধীরে ধীরে নিজেদের ছড়িয়ে দিচ্ছে এবং সীমান্তের কাছাকাছি চলে যাচ্ছে। তবে তারা জানায়, এখনও তাদের আশা, রাশিয়া শেষ পর্যন্ত কোনও দ্বন্দ্ব-সংঘাতের জন্ম দেবে না। 

আরও পড়ুন: Ukraine Crisis: বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাঝেই Munich-এর সম্মেলনে যোগ দেবেন Ukraine-এর রাষ্ট্রপতি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.