হাওড়ায় গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার চার

হাওড়া পুলিস মর্গের কাছে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিস। নির্যাতিতা মহিলার স্বামী হাওড়া সংশোধনাগারে বিচারাধীন বন্দী। মঙ্গলবার বিকেলে স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেবার অজুহাতে সংশোধনাগারের পাশে পুলিস মর্গের কাছে ওই মহিলাকে গণধর্ষণ করে কয়েকজন যুবক। অভিযুক্ত যুবকদের মধ্যে একজন নাবালক।  ধৃতদের আদালতে তোলা হলে তিনজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।    

Updated By: Aug 16, 2013, 10:33 AM IST

হাওড়া পুলিস মর্গের কাছে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিস। নির্যাতিতা মহিলার স্বামী হাওড়া সংশোধনাগারে বিচারাধীন বন্দী। মঙ্গলবার বিকেলে স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেবার অজুহাতে সংশোধনাগারের পাশে পুলিস মর্গের কাছে ওই মহিলাকে গণধর্ষণ করে কয়েকজন যুবক। অভিযুক্ত যুবকদের মধ্যে একজন নাবালক।  ধৃতদের আদালতে তোলা হলে তিনজনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।  
স্বামী বিচারাধীন বন্দি। তাঁকে দেখতে মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা সংশোধনাগারে গিয়েছিলেন স্ত্রী। কিন্তু স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে মহিলাকে সংশোধনাগারের পাশে পুলিস মর্গের কাছে পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় কয়েকজন যুবক। এরপর সন্ধে নামতেই ওই মহিলাকে গণধর্ষণ করে অভিযুক্ত যুবকরা।
 
আছন্ন অবস্থায়  নির্যাতিতা মহিলাকে উদ্ধার করে  জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত চারজনের মধ্যে একজন নাবালক। বুধবার রাতে অভিযুক্ত যুবকদের গ্রেফতার করে পুলিস।  ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হলে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
 
 

.