বামেদের হাতছাড়া হচ্ছে বড়ঞা ও বেলডাঙা ১ নং সমিতি

ফের অধীরগড়ে শুভেন্দুর থাবা। যদিও, এবার সরাসরি হাত শিবির নয়, ধাক্কা বাম শিবিরে। বামেদের হাতছাড়া হচ্ছে বড়ঞা ও বেলডাঙা ১ নং সমিতি।

Updated By: Sep 18, 2016, 09:10 PM IST
বামেদের হাতছাড়া হচ্ছে বড়ঞা ও বেলডাঙা ১ নং সমিতি

ওয়েব ডেস্ক: ফের অধীরগড়ে শুভেন্দুর থাবা। যদিও, এবার সরাসরি হাত শিবির নয়, ধাক্কা বাম শিবিরে। বামেদের হাতছাড়া হচ্ছে বড়ঞা ও বেলডাঙা ১ নং সমিতি।

৩৭ আসন বিশিষ্ট বড়ঞাঁ পঞ্চায়েত সমিতির ১৭টি আসন ছিল CPM-র দখলে, RSP সদস্য সংখ্যা ৬, কংগ্রেস ১৩ ও তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ১। আজ CPM-এর ৯জন, RSP-র ৬জন ও কংগ্রেসের ৭জন, সবমিলিয়ে মোট ২২জন পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন। যার জেরে তৃণমূলের সদস্যসংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ২৩-এ। পঞ্চায়েত সমিতি দখল করছে তৃণমূল।

একই সমীকরণ বেলডাঙা ১নং পঞ্চায়েত সমিতিতেও। ৩৯ আসন বিশিষ্ট বেল়ডাঙা ১নং পঞ্চায়েত সমিতিতে CPM-এ সদস্যসংখ্যা  ছিল ১৫, কংগ্রেস ১৫, RSP ৭ ও তৃণমূল ২। আজ মোট ২২জন তৃণমূলে যোগ দিচ্ছেন । ফলে বেলডাঙা ১নং পঞ্চায়েত সমিতিও দখল করছে তৃণমূল।

.