মালদার গনি পরিবারে ফাটল প্রকাশ্যে, মৌসমে ক্ষুব্ধ আবুর জেহাদ ঘোষণা

মালদার গনি পরিবারে ফাটল একেবারে প্রকাশ্যে চলে এল। মৌসম বেনজির নুরকে জেলা কংগ্রেস সভানেত্রী করায় রীতিমতো জেহাদ ঘোষণা করলেন আবু নাসের খান চৌধুরী। কংগ্রেস সহ সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন।

Updated By: Dec 17, 2013, 06:47 PM IST

মালদার গনি পরিবারে ফাটল একেবারে প্রকাশ্যে চলে এল। মৌসম বেনজির নুরকে জেলা কংগ্রেস সভানেত্রী করায় রীতিমতো জেহাদ ঘোষণা করলেন আবু নাসের খান চৌধুরী। কংগ্রেস সহ সভাপতির পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন।

তাঁর অভিযোগ, দলে ষড়যন্ত্রের স্বীকার তিনি। আবু হাসেম খান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন আবু নাসের । মৌসম বেনজির নুরের অধীনে তিনি কাজ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এর আগে জেলাস্তরে নেতৃত্বে বড়রকম রদবলদের সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। কিন্তু ভাঙন রোখার বদলে শুরুতেই উল্টো ফল মিলতে শুরু করেছে।
মালদা জেলা কংগ্রেসের নতুন সভানেত্রী করা হয় মৌসম বেনজির নূরকে। অধীর চৌধুরী সরে দাঁড়ানোয় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নতুন সভাপতি হন আবু হেনা।
উত্তর ২৪ পরগনা একের জেলা সভাপতি হচ্ছেন তাপস মজুমদার। উত্তর ২৪ পরগনা দুইয়ের এর সভাপতির দায়িত্ব পাচ্ছেন অসিত মজুমদার। বর্ধমান গ্রামীনের জেলা কংগ্রেস সভাপতি হচ্ছেন আভাস ভট্টাচার্য। হুগলির নতুন সভাপতি হচ্ছেন সঞ্জয় চ্যাটার্জি রদবদল হচ্ছে কলকাতার কংগ্রেস নেতৃত্বেও।

উত্তর কলকাতা জেলা কংগ্রেসের নতুন সভাপতি হচ্ছেন শিবাজি সিংঘ রায়। বড়বাজার জেলা কংগ্রেসের দায়িত্ব পাচ্ছেন ঘনশ্যাম মিশ্র।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলের সংগঠনকে মজবুত করতে নেতৃত্বে পরিবর্তন আনছে কংগ্রেস। এআইসিসির তরফে এই রদবদলে সম্মতিও দেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যে কংগ্রেস নেতৃত্বে আরও কিছু পরিবর্তন হতে পারে।

.