ভূমিকম্পের জেরে জলপাইগুড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হল জলপাইগুড়ির ওদলাবাড়িতে। ভূমিকম্পের জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। তাদের দাবি, রবিবার দুপুরে ভূমিকম্পের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন সত্তর বছরের রাম রায়। চিকিত্‍সার পর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।

Updated By: Apr 27, 2015, 06:25 PM IST

ওয়েব ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হল জলপাইগুড়ির ওদলাবাড়িতে। ভূমিকম্পের জেরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। তাদের দাবি, রবিবার দুপুরে ভূমিকম্পের সময়ই অসুস্থ হয়ে পড়েছিলেন সত্তর বছরের রাম রায়। চিকিত্‍সার পর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়।

রাতে ফের ভূমিকম্পের সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে, এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভূ কম্পন অনুভূত হয়। জলপাইগুড়িতে কম্পন ৪০ সেকেন্ড ধরে অনুভব করা হয় বলে জানা গিয়েছে। কম্পন অনুভব করা গিয়েছে বিহার, সিকিমেও।

Tags:
.