বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা, বারাসাতের ছায়া এবার জগদ্দলে

বোনকে ইভটিজিং থেকে রক্ষা করতে গিয়ে প্রহৃত হলেন এক যুবক। অভিযোগ, একইসঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের এই ঘটনায় ফের বারাসতে রাজীব দাস খুনের আতঙ্ক ফিরে এসেছে। প্রশ্ন উঠেছে মেয়েদের নিরাপত্তা নিয়ে।

Updated By: Jul 9, 2012, 10:14 AM IST

বোনকে ইভটিজিং থেকে রক্ষা করতে গিয়ে প্রহৃত হলেন এক যুবক। অভিযোগ, একইসঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের এই ঘটনায় ফের বারাসতে রাজীব দাস খুনের আতঙ্ক ফিরে এসেছে। প্রশ্ন উঠেছে মেয়েদের নিরাপত্তা নিয়ে।
বারাসতের পর জগদ্দল। রাজীব দাসের পর অমর বিশ্বাস। ইভটিজিংয়ের আতঙ্ক কিছুতেই পিছু ছাড়ছে না। তবে একটি জায়গাতেই রক্ষে। বারাসতে দিদি রিঙ্কু দাসের সম্মান বাঁচাতে গিয়ে প্রাণ খোয়াতে হয়েছিল ভাই রাজীবকে। এবার বোনের সম্মান বাঁচাতে গিয়ে প্রহৃত হলেও বরাত জোরে প্রাণে বেঁচেছেন অমর বিশ্বাস। অমর বিশ্বাসের অভিযোগ, রূপক সাঁতরা নামে এলাকার এক যুবক অনেকদিন ধরে তাঁর বোনকে উত্যক্ত করছে। তারই প্রতিবাদ করেছিলেন অমর বিশ্বাস। গোটা ঘটনায় আতঙ্কিত অমর বিশ্বাসের বোন শম্পা দাস।
 
ইভটিজিংয়ের আতঙ্ক শম্পা দাসের কাছে নতুন নয়। ২০০২-এর ১৪ এপ্রিল ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে বাসের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন তাঁর স্বামী সঞ্জীব দাস। তারপরে জেলাশাসকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগে কাজ পান শম্পা দাস। বাড়ির লোক আবার তাঁর বিয়ে দেয়।

যার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ, সেই রূপক সাঁতরা এখন ফেরার। তার বাড়িতে গিয়ে খোঁজ করতেই বেরিয়ে এলেন রূপকের বাবা। গেট খুললেন না। অভিযোগ জানাতেই উত্তর এল সাজানো ঘটনা। শম্পা দাস রূপক সাঁতরার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন । কিন্তু তাঁর আক্ষেপ, পুলিস অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। 
কয়েক দিন আগেই গোবরডাঙা স্টেশনে প্রকাশ্য দিবালোকে খুন হয়েছেন সুটিয়ার গণধর্ষণের এক সাক্ষী। নিহত সেই শিক্ষককে চোখের জলে শেষ শ্রদ্ধা জানিয়েছে অগণিত মানুষ। বারাসতের কাছারিপট্টির কাছে রাজীব-রিঙ্কুর হাড় হিম করা ঘটনার ক্ষত এখনও দগদগে। তারপরেও কেন পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ? তাহলে কি মেয়েদের নিরাপত্তা ক্রমশ কোমায় চলে যাচ্ছে? দুশ্চিন্তা আর আতঙ্কের আবহে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

.