চালু হল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস

সরডিহা কাণ্ডের পর কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি সময়। ২০১০-এর ২৮ মে-র সেই ভয়াবহ দুর্ঘটনার পর টাটা-খড়গপুর শাখা দিয়ে ছোটেনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ২০১২-র ১৫ জানুয়ারি, রবিবার রাতে ফের চালু হল জ্ঞানেশ্বরি এক্সপ্রেস।

Updated By: Jan 16, 2012, 11:34 AM IST

সরডিহা কাণ্ডের পর কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি সময়। ২০১০-এর ২৮ মে-র সেই ভয়াবহ দুর্ঘটনার পর টাটা-খড়গপুর শাখা দিয়ে ছোটেনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ২০১২-র ১৫ জানুয়ারি, রবিবার রাতে ফের চালু হল জ্ঞানেশ্বরি এক্সপ্রেস। এদিন রাতে নির্ধারিত সময়েই টাটা-খড়গপুর লাইনে চলল মুম্বইগামী জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। ২০১০-এর ২৮ মে সরডিহা স্টেশনের কাছে লাইনচ্যুত হয় জ্ঞানেশ্বরী। প্রাণ হারান ১৪১ যাত্রী। আহতের সংখ্যা ২০০ ছাড়ায়। অভিযোগ, মাওবাদীরাই ওই দুর্ঘটনা ঘটায়। ঘটনার দায় স্বীকার করে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডি হাতে। এরপর থেকেই রাতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় জঙ্গলমহলে। চলতি বছরের ১২ জানুয়ারি রাতে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে জঙ্গলমহলে।

.