যৌথবাহিনীর অভিযান বন্ধ না করেই উন্নয়ন
মাওবাদীদের মোকাবিলা করতে তিনটি পথে এগোবে কেন্দ্র ও রাজ্য সরকার। যৌথবাহিনীর অভিযান বন্ধ না করেই উন্নয়ন এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জঙ্গলমহলে মাওবাদীদের রুখতে হবে।
মাওবাদীদের মোকাবিলা করতে তিনটি পথে এগোবে কেন্দ্র ও রাজ্য সরকার। যৌথবাহিনীর অভিযান বন্ধ না করেই উন্নয়ন এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে জঙ্গলমহলে মাওবাদীদের রুখতে হবে। আজ পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে এসে একথা বললেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলির অবস্থা খতিয়ে দেখতে বেলা এগারোটা নাগাদ মেদিনীপুরে সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারীও। তাঁরা ছাড়াও বৈঠকে ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও পুলিস সুপার এবং উচ্চপর্যায়ের সরকারি আধিকারিকরা। বৈঠক শেষে প্রথমে শালবনি যান রমেশ। সেখান থেকে তিনি যান ভীমপুরে। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পর লালগড় লাগোয়া জিরাপাড়ায় পৌঁছন রমেশ। একসময় মাওবাদীদের শক্ত ঘাঁটি ছিল এই জিরাপাড়ায়। গতমাসেই দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর এরাজ্যের জঙ্গলমহল পরিদর্শনে আসার কথা ঘোষণা করেছিলেন রমেশ।