প্রবল বৃষ্টিতে মালদা, মুর্শিদাবাদে রেল লাইনে ধস, বীরভূমে জলের তলা জাতীয় সড়ক
প্রবল বৃষ্টিতে গৌড় মালদা-জামিরহাটা রেল লাইনে ধস নেমেছে। ধসের জেরে বেশ কিছু জায়গায় বসে গেছে রেল লাইন। আপ লাইনে ট্রেন চললেও ডাউন লাইনে রেল পরিষেবা বন্ধ রয়েছে। চলছে লাইন মেরামতির কাজ।
ওয়েব ডেস্ক: প্রবল বৃষ্টিতে গৌড় মালদা-জামিরহাটা রেল লাইনে ধস নেমেছে। ধসের জেরে বেশ কিছু জায়গায় বসে গেছে রেল লাইন। আপ লাইনে ট্রেন চললেও ডাউন লাইনে রেল পরিষেবা বন্ধ রয়েছে। চলছে লাইন মেরামতির কাজ।
মুর্শিদাবাদের আহিরণের কাছেও বৃষ্টিতে ধস নেমেছে। মালদা-হাওড়া ভায়া আজিমগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঘুরপথে হাওড়ামুখী ট্রেন চালানো হচ্ছে।
বীরভূমের খয়রাশোলে জলে ভাসছে ষাট নম্বর জাতীয় সড়ক। বন্ধ রয়েছে যাবতীয় যান চলাচল। বিহার-ঝাড়খণ্ডের বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়ে পড়েছে হিংলা নদী। হিংলার জলই জাতীয় সড়ককে ভাসিয়ে দিয়েছে।