জোটের বিরোধিতায় মালদার কোতোয়ালি ভবনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

জোটের বিরোধিতায় মালদার কোতোয়ালি ভবনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। মৌসম বেনজির নুরকে ঘিরে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। বিক্ষোভের জেরে ঘর থেকেই বেরোলেন না কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। হরিশ্চন্দ্রপুরের বর্তমান বিধায়ক ফরওয়ার্ড ব্লকের। মালতীপুর কেন্দ্রে বর্তমান বিধায়ক আরএসপির। কিন্তু দুহাজার চোদ্দর লোকসভা ভোটে দুটি কেন্দ্রেই প্রথম স্থানে ছিল কংগ্রেস। যেহেতু আসন দুটি বামফ্রন্টের দখলে, সে কারণে জোট হলে আসন দুটি কংগ্রেসকে নাও ছাড়তে পারে বামেরা। তৈরি হয়েছে এমনই একটা আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং মানিকচকের কংগ্রেস কর্মীরা কোতোয়ালি ভবনে বিক্ষোভ দেখান। যদিও মৌসম নুর বিক্ষোভের কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, জোট হলে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে এই দুই কেন্দ্রে।

Updated By: Mar 5, 2016, 08:04 PM IST
জোটের বিরোধিতায় মালদার কোতোয়ালি ভবনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ

ওয়েব ডেস্ক: জোটের বিরোধিতায় মালদার কোতোয়ালি ভবনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ। মৌসম বেনজির নুরকে ঘিরে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। বিক্ষোভের জেরে ঘর থেকেই বেরোলেন না কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। হরিশ্চন্দ্রপুরের বর্তমান বিধায়ক ফরওয়ার্ড ব্লকের। মালতীপুর কেন্দ্রে বর্তমান বিধায়ক আরএসপির। কিন্তু দুহাজার চোদ্দর লোকসভা ভোটে দুটি কেন্দ্রেই প্রথম স্থানে ছিল কংগ্রেস। যেহেতু আসন দুটি বামফ্রন্টের দখলে, সে কারণে জোট হলে আসন দুটি কংগ্রেসকে নাও ছাড়তে পারে বামেরা। তৈরি হয়েছে এমনই একটা আশঙ্কা। সেই আশঙ্কা থেকেই হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং মানিকচকের কংগ্রেস কর্মীরা কোতোয়ালি ভবনে বিক্ষোভ দেখান। যদিও মৌসম নুর বিক্ষোভের কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, জোট হলে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে এই দুই কেন্দ্রে।

.