আসানসোলে ভোট কাটার সম্ভাবনা বিজেপির, হাওয়া বুঝে দোলা সেনের সমর্থনে ৩টি সভা করলেন মমতা

আসানসোলের প্রার্থী দোলা সেনের সমর্থনে সভা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন লোকসভা ভোটে দলের ফল নিয়ে যতটা আত্মবিশ্বাসী ছিলেন তিনি এদিন তাতে যেন ভাঁটার টান।

Updated By: Apr 4, 2014, 10:01 PM IST

আসানসোলের প্রার্থী দোলা সেনের সমর্থনে সভা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতদিন লোকসভা ভোটে দলের ফল নিয়ে যতটা আত্মবিশ্বাসী ছিলেন তিনি এদিন তাতে যেন ভাঁটার টান।

আসানসোল কেন্দ্রে লড়াইটা কঠিন। আশির দশকের পর থেকে এই কেন্দ্র টানা বামেদের দখলে। সম্ভবত সে কারণেই একই দিনে একই লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে তিন তিনটে জনসভা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। রাজ্যে বিয়াল্লিশটি আসনেই তৃণমূল জিতবে বলে ভোটপ্রচারে দাবি করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুক্রবার নেত্রীর গলায় শোনা গেল ভিন্ন সুর। বললেন, সংখ্যার হিসেবটা তিনি মানুষের উপরই ছেড়ে দিয়েছেন। আসানসোলে বিজেপির ভোটব্যাঙ্ক রয়েছে। সেটা জেনেই নেত্রী আক্রমণ করেছেন নরেন্দ্র মোদীকে। ফের সরব হয়েছেন বিরোধী দলগুলির গোপন আঁতাঁত নিয়ে।

লোকসভা ভোটে রাজ্যে এবার জোট হয়নি। ফলে বেশিভাগ আসনেই লড়াই হবে চতুর্মুখী। তৃণমূল নেত্রীর অবশ্য দাবি, ভোট কাটাকাটিতে তৃণমূলকে বেকায়দায় ফেলা যাবে না। কিন্তু এনিয়ে গুঞ্জন রয়েছে দলের অন্দরেই। আর সেই আশঙ্কা প্রকাশ করে ফেললেন সাংসদ মিঠুন চক্রবর্তী। আসানসোল শিল্পাঞ্চলে বহু কলকারখানা বন্ধ। তাই তিনটি সভাতেই মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন শিল্পায়নে রাজ্য সরকারের উদ্যোগ ওকর্মসংস্থানের উপর।

.