নির্বাচন লড়বেন না লোহাচুরির দায়ে সাজাপ্রাপ্ত তৃণমূল বিধায়ক সোহরাব

শেষ পর্যন্ত প্রবল সমালোচনার মুখে পিছু হঠল তৃণমূল কংগ্রেস। আসানসোল কর্পোরেশন ভোটের প্রার্থীপদ প্রত্যাহার করলেন লোহাচুরির দায়ে সাজাপ্রাপ্ত বিধায়ক সোহরাব আলি।

Updated By: Sep 17, 2015, 05:01 PM IST
নির্বাচন লড়বেন না লোহাচুরির দায়ে সাজাপ্রাপ্ত তৃণমূল বিধায়ক সোহরাব

ওয়েব ডেস্ক: শেষ পর্যন্ত প্রবল সমালোচনার মুখে পিছু হঠল তৃণমূল কংগ্রেস। আসানসোল কর্পোরেশন ভোটের প্রার্থীপদ প্রত্যাহার করলেন লোহাচুরির দায়ে সাজাপ্রাপ্ত বিধায়ক সোহরাব আলি।

৮২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী  হচ্ছেন সোহরাবের স্ত্রী নার্গিস বানো। নির্দল প্রার্থী নার্গিসকে সমর্থন করবে তৃণমূল। গতকালই বিরাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেন সোহরাব। রীতিমতো মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। চুরির দায়ে সাজাপ্রাপ্ত আসামীকে শাসক দল প্রার্থী করায় চরমে ওঠে বিতর্ক। প্রশ্ন ওঠে, পুলিস পেটানোর অভিযোগে  যখন বিধায়ক দীপক হালদারকে সাসপেন্ড করছে তৃণমূল, তখন  চুরির দায়ে সাজাপ্রাপ্ত বিধায়ক প্রার্থী হচ্ছেন কীভাবে? এনিয়ে সোচ্চার হন বিরোধীরা। এরপরেই সমালোচনার মুখে পড়ে দলের নির্দেশে প্রার্থীপদ প্রত্যাহার করলেন সোহরাব।

.