শুক্রবার বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে তৃণমূল সরকার
শুক্রবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে তৃণমূল সরকার। সাড়ে পাঁচ বছরে এই প্রথমবার। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, শিক্ষা-স্বাস্থ্যের বেহাল দশা, সারদা-নারদা কাণ্ড সহ একাধিক ইস্যুতে অনাস্থা আনছে বাম ও কংগ্রেস।
ওয়েব ডেস্ক: শুক্রবার অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে চলেছে তৃণমূল সরকার। সাড়ে পাঁচ বছরে এই প্রথমবার। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি, শিক্ষা-স্বাস্থ্যের বেহাল দশা, সারদা-নারদা কাণ্ড সহ একাধিক ইস্যুতে অনাস্থা আনছে বাম ও কংগ্রেস।
বিধানসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রীও অংশ নিতে পারেন আলোচনায়। আলোচনার সময় নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। আবদুল মান্নান, সুজন চক্রবর্তীদের দাবি ছিল কমপক্ষে দুঘণ্টা আলোচনার সুযোগ দিতে হবে। অধ্যক্ষ কোনওভাবেই দেড়ঘণ্টার বেশি সময় দিতে নারাজ। পরিষদীয় মন্ত্রীর দাবি ছমাস আগেই ভোট হয়েছে। সরকারের প্রতি চূড়ান্ত আস্থা রেখেছেন ভোটাররা। আবার কীসের আলোচনা। বিরোধী শিবিরের দাবি, অনাস্থায় ভয় পেয়েছে সরকার।