দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যাকাণ্ডে গ্রেফতার হল আরও এক

দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যাকাণ্ডে গ্রেফতার হল আরও এক জন। ধৃত শেখ দুলাল এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গতরাতে দুবরাজপুরের মামুদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল সতের। দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একাধিক চুরি-ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত শেখ দুলাল। SI হত্যাকাণ্ডে পুলিসের চার্জশিটে তিন নম্বরেই নাম রয়েছে শেখ দুলালের। দুহাজার চোদ্দর পাঁচই জুলাই দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় খুন হন SI অমিত চক্রবর্তী। সিউড়ি আদালতে মামলা রুজু করে নিহতের পরিবার। অভিযুক্তের তালিকায় নাম ওঠে পঞ্চাশ জনের। তাদের বেশিরভাগই শাসকদলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। এই মামলায় ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে খুন সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। ধৃতের তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Updated By: Jan 23, 2016, 10:31 PM IST
 দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যাকাণ্ডে গ্রেফতার হল আরও এক

ওয়েব ডেস্ক: দুবরাজপুরের SI অমিত চক্রবর্তী হত্যাকাণ্ডে গ্রেফতার হল আরও এক জন। ধৃত শেখ দুলাল এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গতরাতে দুবরাজপুরের মামুদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। এনিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল সতের। দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলে একাধিক চুরি-ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত শেখ দুলাল। SI হত্যাকাণ্ডে পুলিসের চার্জশিটে তিন নম্বরেই নাম রয়েছে শেখ দুলালের। দুহাজার চোদ্দর পাঁচই জুলাই দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় খুন হন SI অমিত চক্রবর্তী। সিউড়ি আদালতে মামলা রুজু করে নিহতের পরিবার। অভিযুক্তের তালিকায় নাম ওঠে পঞ্চাশ জনের। তাদের বেশিরভাগই শাসকদলের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। এই মামলায় ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে খুন সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। ধৃতের তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

.