অন্য ভোট প্রচার

ভোটে জিততে প্রার্থীরা কী না করছেন। কেউ রিকশা, নৌকায় চেপে ভোট প্রচার করলেন। প্রচারে নজর কাড়তে কোথাও বাইক মিছিলও হল। জন গণেশের মন পেতে রবিবারে ছুটির দিনের ভোট ময়দানে ঝাঁপালেন প্রার্থীরা। বৌদি দীপা দাশমুন্সির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাই সত্যরঞ্জন দাশমুন্সি। রবিবারের ছুটির দিনে প্রচার সারলেন জমিয়ে।

Updated By: Apr 6, 2014, 09:40 PM IST

ভোটে জিততে প্রার্থীরা কী না করছেন। কেউ রিকশা, নৌকায় চেপে ভোট প্রচার করলেন। প্রচারে নজর কাড়তে কোথাও বাইক মিছিলও হল। জন গণেশের মন পেতে রবিবারে ছুটির দিনের ভোট ময়দানে ঝাঁপালেন প্রার্থীরা। বৌদি দীপা দাশমুন্সির বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী প্রিয়রঞ্জন দাশমুন্সির ভাই সত্যরঞ্জন দাশমুন্সি। রবিবারের ছুটির দিনে প্রচার সারলেন জমিয়ে।

জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম রবিবারের সকালে জমিয়ে প্রচার করলেন সুতী এলাকায়। শনিবার ওই এলাকায় প্রচার করেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী অভিজিত্‍ মুখার্জি।

সুটিংয়ের ফাঁকে তৃণমূলের সমর্থনে পুরুলিয়ার জে কে কলেজে ময়দানে সভা করলেন দেব। চড়া রোদ, সমর্থকদের গরমে কষ্ট হবে, তাই সমর্থকদের জন্য ম্যারাপ বেঁধে প্রচার করলেন কাঁথির তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। নৌকা করে প্রচার সারলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মনোরঞ্জন হালদার। হুগলির আরামবাগ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শম্ভুনাথ মালিক সকালে প্রচার সেরে ফেলেন পুরশুড়ায় পরে প্রচার করেনআরামবাগের মায়াপুর হাটে। প্রচন্ড গরম উপেক্ষা করে লোকশিল্পীদের সঙ্গে নিয়ে বর্ধমানের কেতুগ্রামে প্রচার করলেন বোলপুরের সিপিআইএম প্রার্থী রামচন্দ্র ডোম। দেরিতে হলেও রবিবার থেকে শিলিগুড়িতে প্রচার শুরু করলেন দার্জিলিং আসনের কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক।

নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, তৃণমূল সব দলের প্রার্থীই প্রচার সারলেন শহরের বিভিন্ন বাজারে। উত্তর হাওড়ার সম্মিলনী পার্ক থেকে বাড়সড় মিছিল করে সিপিআইএম। এক হাজারের বেশি কর্মী সমর্থক শ্রীদীপ ভট্টাচার্যের সমর্থনে মিছিলে অংশগ্রহণ করেন। আসানসোলে অসংখ্য বাইক নিয়ে প্রচার মিছিল করেন তৃণমূল প্রার্থী দোলা সেন।

.