চিটফান্ড কেলেঙ্কারি: প্রতারিতদের টাকা ফেরতের পথে বড় বাধা বলে মনে করে সেবি!

চিটফান্ড প্রতারিতরা কী টাকা ফেরত পাবেন? তা বড় অনিশ্চিত হয়ে পড়ল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা মামলায় সেবি সহ সব সরকারি সংস্থা গত সোমবার যে হলফনামা জমা দিয়েছে, তাতে কোনও সদুত্তর মেলেনি। বরং প্রত্যেকেই দায় এড়িয়ে গেছে। 

Updated By: Aug 11, 2016, 08:53 AM IST
চিটফান্ড কেলেঙ্কারি: প্রতারিতদের টাকা ফেরতের পথে বড় বাধা বলে মনে করে সেবি!

ওয়েব ডেস্ক: চিটফান্ড প্রতারিতরা কী টাকা ফেরত পাবেন? তা বড় অনিশ্চিত হয়ে পড়ল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা মামলায় সেবি সহ সব সরকারি সংস্থা গত সোমবার যে হলফনামা জমা দিয়েছে, তাতে কোনও সদুত্তর মেলেনি। বরং প্রত্যেকেই দায় এড়িয়ে গেছে। 

এই পূর্বাঞ্চলে বেশ কয়েকটি চিটফান্ডের প্রতারণার ক্ষেত্রে এই মামলা আলাদা ভাবে হয়। এই আবেদনকারী আইনজীবী প্রসাদ ভূষণে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন টাকা ফেরত দেওয়া যায় কীভাবে? গত দুবছর ধরে এই মামলা চলছে। কিন্তু এর কোনও পথ এখনও বের হয়নি। বেশ কিছু প্রশ্ন উঠেছে!  

সেবির ভূমিকা কি সদর্থক? 
কেন পথনির্দেশ নেই টাকা ফেরতের? 
সবাই দায় এড়ালেন! 
সাহারার ক্ষেত্রে যে দ্রুততা দেখানো গেছে, এক্ষেত্রে নয়!  
আদালতের দীর্ঘসূত্রিতা টাকা ফেরতের পথে বড় বাধা বলে মনে করে সেবি! চিটফান্ডের টাকা প্রতারিতরা কীভাবে ফেরত পাবেন, তা এখন কোন দিশা দেখাতে পারেনি কেউ। 

.