সোনারপুর হোক বা দুর্গাপুর, জেলায় জেলায় নকল ডিমের কারবার

জেলায় জেলায় নকল ডিমের কারবার। সোনারপুর হোক বা দুর্গাপুর, মালদা হোক বা আলিপুরদুয়ার, ডিমের পোচ করতেই প্লাস্টিকের গন্ধ। নকল ডিমের খোঁজে তল্লাসি চালাচ্ছে প্রশাসন।সোনারপুরে ফের মিলল নকল ডিম। সাহেবপুরের অলক মণ্ডলের স্ত্রী তারারানি মণ্ডল শনিবার সন্ধেয় বাজার থেকে ১০টি ডিম কিনে আনেন। রাতে ৮টি ডিমের ঝোল করেন। বোঝা যায়নি কিছুই। রবিবার সকালে ২টি ডিমের পোচ করতে গিয়েই বিপত্তি। প্লাস্টিকের পোড়া গন্ধ পান তারারানি।নকল ডিমের খোঁজে তল্লাসি চলল দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। নগর নিগমের বরো অফিস থেকে তল্লাসি চালায় প্রতিনিধি দল। সেন মার্কেট, মামড়া বাজার, চণ্ডীদাস ও বেনাচিতি বাজারে তল্লাসি চলে। তবে এখনও পর্যন্ত নকল ডিমের খোঁজ মেলেনি। তবে প্রতিদিন তল্লাসি চলবে। জানান নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র ইনকাউন্সিল।এদিন মালদাতেও মিলল প্লাস্টিকের ডিম। ইংরেজবাজারের বিদ্যাসাগর পল্লিতে বিপ্লব সাহার বাড়িতে মিলেছে নকল ডিম।প্লাস্টিক ডিম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা মালদা জেলায়। প্রাণি সম্পদ উন্নয়ন দফতরকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন জেলাশাসক।

Updated By: Apr 2, 2017, 10:22 PM IST
সোনারপুর হোক বা দুর্গাপুর, জেলায় জেলায় নকল ডিমের কারবার

ওয়েব ডেস্ক: জেলায় জেলায় নকল ডিমের কারবার। সোনারপুর হোক বা দুর্গাপুর, মালদা হোক বা আলিপুরদুয়ার, ডিমের পোচ করতেই প্লাস্টিকের গন্ধ। নকল ডিমের খোঁজে তল্লাসি চালাচ্ছে প্রশাসন।সোনারপুরে ফের মিলল নকল ডিম। সাহেবপুরের অলক মণ্ডলের স্ত্রী তারারানি মণ্ডল শনিবার সন্ধেয় বাজার থেকে ১০টি ডিম কিনে আনেন। রাতে ৮টি ডিমের ঝোল করেন। বোঝা যায়নি কিছুই। রবিবার সকালে ২টি ডিমের পোচ করতে গিয়েই বিপত্তি। প্লাস্টিকের পোড়া গন্ধ পান তারারানি।নকল ডিমের খোঁজে তল্লাসি চলল দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। নগর নিগমের বরো অফিস থেকে তল্লাসি চালায় প্রতিনিধি দল। সেন মার্কেট, মামড়া বাজার, চণ্ডীদাস ও বেনাচিতি বাজারে তল্লাসি চলে। তবে এখনও পর্যন্ত নকল ডিমের খোঁজ মেলেনি। তবে প্রতিদিন তল্লাসি চলবে। জানান নগর নিগমের স্বাস্থ্য দফতরের মেয়র ইনকাউন্সিল।এদিন মালদাতেও মিলল প্লাস্টিকের ডিম। ইংরেজবাজারের বিদ্যাসাগর পল্লিতে বিপ্লব সাহার বাড়িতে মিলেছে নকল ডিম।প্লাস্টিক ডিম নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা মালদা জেলায়। প্রাণি সম্পদ উন্নয়ন দফতরকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন জেলাশাসক।

আরও পড়ুন সেকেন্ড ইনিংসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টার্গেট বিজেপি

আলিপুরদুয়ারেও খোঁজ মিলল প্লাস্টিকের ডিম। শহরের ১২ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার একটি দোকান থেকে শ্যামলী বিশ্বাস নামে এক মহিলা ডিম কেনেন। ডিম দেখে সন্দেহ হওয়ায় আগুনে দিয়ে দেখা হয়।প্লাস্টিকের গন্ধ পাওয়া যায়। বিষয়টি জেলাশাসককে জানান স্থানীয় কাউন্সিলর।

আরও পড়ুন  মমতার পর কে হবেন কাণ্ডারি?আগাম মুকুট পরতে নারাজ অভিষেক

.