প্রেমের ফাঁদে চোর ধরল পুলিস

প্রেমের ফাঁদে চোর ধরল পুলিস। জগদ্দল থানার পাতা জালে ধরা পড়েছে আন্তঃরাজ্য মোবাইল চুরি চক্রের ৬ দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল। জগদ্দল থানার দুই লেডি কনস্টেবলের প্রেমের অভিনয়ের ফাঁদে ধরা পড়ে ওই দুষ্কৃতীরা।`

Updated By: May 24, 2016, 04:58 PM IST
প্রেমের ফাঁদে চোর ধরল পুলিস

ওয়েব ডেস্ক: প্রেমের ফাঁদে চোর ধরল পুলিস। জগদ্দল থানার পাতা জালে ধরা পড়েছে আন্তঃরাজ্য মোবাইল চুরি চক্রের ৬ দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল। জগদ্দল থানার দুই লেডি কনস্টেবলের প্রেমের অভিনয়ের ফাঁদে ধরা পড়ে ওই দুষ্কৃতীরা।`

বড় খুঁতখুতে। অন্য জিনিস ছুঁয়েও দেখে না। টার্গেট কেবল দামি মোবাইল, ল্যাপটপ আর এলসিডি টিভি। কলকাতা আর উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নেটওয়ার্ক। বছর খানেক ধরে দাপিয়ে বেড়াচ্ছিল মোবাইল গ্যাং। প্রতিদিনই এলাকার বিভিন্ন থানায় অভিযোগ জমা পড়ছে। কিন্তু চোর ধরা পড়ছে না।  সোর্স মারফত পুলিস খবরও পেয়েছে গ্যাং এ আছে কারা। কিন্তু প্রমাণ নেই ।  অবশেষে রণনীতি পাল্টায় পুলিস।

সোর্স খবর দেয় জগদ্দল থানা এলাকায় মোবাইল গ্যাং-এর কয়েকজন দুষ্কৃতীকে প্রায় দেখা যাচ্ছে। মোবাইল গ্যাংকে পাকড়াও করতে পুলিসের অপরেশন লাভ-এ নেওয়া হয় দুই লেডি কনস্টেবলকে। দুই সন্দেহভাজন দুষ্কৃতীর সঙ্গে যোগাযোগ করেন লেডি কনস্টেবলরা। শুরু অপারেশন লাভ। দুষ্কৃতীদের সঙ্গে প্রেমের অভিনয় করেন লেডি কনস্টেবলরা। প্রেমে পড়ে দুষ্কৃতী দুই মহিলা কনস্টেবলকে জানায় তাদের কীর্তির কথাও। এরপরেই গ্রেফতার। গ্রেফতার করা হয়েছে মোবাইল চুরি চক্রের আরও ৪জনকে। লাঠি বন্দুক নয়, ভালোবেসেই পুলিস ধরে ফেলল ৬ কুখ্যাত দুষ্কৃতীকে।

.