টিপের ওপর ছোট্ট কালী প্রতিমা গড়লেন কোতুলপুরের শিল্পী সুভাষচন্দ্র

Updated By: Oct 22, 2014, 08:57 PM IST

জরির টুকরো, নষ্ট হয়ে যাওয়া ব্যাগের টুকরো, ধুপের মোড়কের টুকরোর মত জিনিস দিয়ে গড়েছেন প্রতিমা। আতস কাচ দিয়ে দেখেদেখে জায়গামতো জিনিসগুলি বসিয়েছেন। কালী প্রতিমাটিকেও দেখতে হবে আতস কাচ দিয়েই। এমনই সৃষ্টি কোতুলপুরের শিল্পী সুভাষচন্দ্রের ঘোষের।

পেশায় গৃহশিক্ষক। শিক্ষকতার পাশাপাশি মিনিয়েচার শিল্প নিয়ে নানা গবেষণা তাঁর নেশা। এবার মহিলাদের কপালে পরার টিপের মধ্যে কালী প্রতিমা গড়ে নজর কেড়েছেন বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা সুভাষচন্দ্র ঘোষ। তাঁর অনন্য সৃষ্টি ছোট্ট কালীপ্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন শিল্পীর বাড়িতে। ছোট থেকেই সৃষ্টির নেশা পেয়ে বসেছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের দেশড়া গ্রামের বাসিন্দা সুভাষচন্দ্র বসুকে। তাই পড়াশোনার পাশাপাশি নিজের সামান্য সামর্থে নানা বিষয়ে গবেষণা চালিয়ে যান সুভাষ। অভাবের সংসার। পড়াশোনা শেষ করে চাকরি না মেলায় গৃহশিক্ষকতা শুরু করেন। বিন্দুমাত্র ভাটা পড়তে দেননি সৃষ্টিশীলতায়। দুর্গাপুজোয় ঠিক আগে ছোট্ট একটি পাথরের টুকরোর ওপর সপরিবার দুর্গা প্রতিমা তৈরি করে সাড়া ফেলে দেন তিনি। এবার মহিলাদের টিপের ওপর গড়েছেন কালীপ্রতিমা।

অভিনব এই সৃষ্টি দেখতে শিল্পীর বাড়িতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। শিল্পীর ইচ্ছা তাঁর এই সৃষ্টি স্থান পাক কোনও মিউজিয়ামে।

 

.