চা বাগানে খুন, কাজ নিয়ে বচসার জেরে বাগান ম্যানেজারকে হত্যা

কাজ দেওয়া নিয়ে বচসার জেরে খুন হলেন চা বাগানের সহকারী ম্যানেজার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দলমোর চা বাগানে। মৃতের নাম অজিত পানোয়ার। এক মহিলা শ্রমিককে কাজ করতে বারণ করেছিলেন সহকারী ম্যানেজার। এরপরেই তাঁর ওপর ভোজালি নিয়ে হামলা চালান ওই মহিলার স্বামী। এঘটনার জেরে বন্ধ হয়ে যায় চা বাগানের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী।বৃহস্পতিবার সকালে নিয়ম মতোই কাজ শুরু হয়েছিল আলিপুরদুয়ারের বীরপাড়ার দলমোর চা বাগানে। তবে গোলমাল বাধে চা পাতা ছাঁটার কাজ নিয়ে।

Updated By: Mar 27, 2014, 11:05 PM IST

কাজ দেওয়া নিয়ে বচসার জেরে খুন হলেন চা বাগানের সহকারী ম্যানেজার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের দলমোর চা বাগানে। মৃতের নাম অজিত পানোয়ার। এক মহিলা শ্রমিককে কাজ করতে বারণ করেছিলেন সহকারী ম্যানেজার। এরপরেই তাঁর ওপর ভোজালি নিয়ে হামলা চালান ওই মহিলার স্বামী। এঘটনার জেরে বন্ধ হয়ে যায় চা বাগানের কাজ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিসবাহিনী।বৃহস্পতিবার সকালে নিয়ম মতোই কাজ শুরু হয়েছিল আলিপুরদুয়ারের বীরপাড়ার দলমোর চা বাগানে। তবে গোলমাল বাধে চা পাতা ছাঁটার কাজ নিয়ে।

নির্ধারিত বারো জনের বদলে তেরো জন মহিলা ওই কাজে যোগ দিলে বাধা দেন বাগানের সহকারী ম্যানেজার অজিত পানোয়ার। এনিয়ে এক মহিলা কর্মীর সঙ্গে তার বচসা বেধে যায় তাঁর। শেষ পর্যন্ত ফিরে যান ওই মহিলা কর্মী। এর কিছু পরেই ওই মহিলার স্বামী সুবেন রানা সহকারী ম্যানেজারের ওপর চড়াও হন। শুরু হয় কথা কাটাকাটি। অভিযোগ, এসময় আচমকাই অজিত পাসোয়ানের ওপর ভোজালি নিয়ে হামলা চালান সুবেন। হামলায় গুরুতর আহত হন সহকারী ম্যানেজার। নিজের শরীরেও ভোজালির কোপ মারেন সুবেন।

দুজনকেই রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসাপাতালে। সেখানে অজিত পানোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকেরা। আশঙ্কাজনক অবস্থায় সুবেন মাহাত হাসপাতালেই চিকিত্‍সাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরপাড়া থানার ওসি। বিশাল পুলিসবাহিনী নিয়ে পৌছন আলিপুরদুয়ারের এসডিপিও। বন্ধ হয়ে যায় চা বাগানের কাজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বসানো হয় পুলিস পিকেট।

.