খড়দহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত ৫

খড়দহে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল রাতে খড়দহ পুরসভার চেয়ারম্যান তাপস পাল ও তৃণমূল নেতা কাজল সিন্হার অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের পাঁচজন। এরমধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। বাকি দুজনকে ভর্তি বলরাম স্টেট জেনারেল হাসপাতালে।  

Updated By: Jun 11, 2015, 09:54 AM IST

ওয়েব ডেস্ক: খড়দহে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল রাতে খড়দহ পুরসভার চেয়ারম্যান তাপস পাল ও তৃণমূল নেতা কাজল সিন্হার অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়েছেন দুপক্ষের পাঁচজন। এরমধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। বাকি দুজনকে ভর্তি বলরাম স্টেট জেনারেল হাসপাতালে।  

তাপস পালের অনুগামী সুকণ্ঠ বণিকের অভিযোগ, কাজল সিনহার অনুগামীরা চেয়ারম্যানকে গুলি করতে এসেছিল। এরপর পার্টি অফিসে গিয়ে কাজল সিন্হার অনুগামীদের মারধর করে তাপস পালের অনুগামীরা। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কাজল সিন্হা। তাঁর পাল্টা অভিযোগ চেয়ারম্যানের প্ররোচনায় তাঁর অনুগামীরা মারধর করেছে। খড়দহ থানায় একে অন্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুপক্ষই। উত্তেজনা থাকায় এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।

.