আজ উপনির্বাচনের ফলপ্রকাশ

আজ উপনির্বাচনের ফলপ্রকাশ। গত শনিবারই ভোট হয় কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে। ভোট হয়েছে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। মন্তেশ্বর উপনির্বাচনে ভোট লুঠের অভিযোগে প্রার্থী পদ প্রত্যাহার করে কংগ্রেস। কোচবিহারে গত লোকসভা ভোটে সাতাশি হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। বিধানসভা ভোটেও লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বাদে সব আসনে জিতেছিল তারা। এবার বিরোধীরা শাসকদলের সমর্থনের ভিতে আদৌ কোনও ফাটল ধরাতে পারবে কিনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন প্রেস্টিজ ফাইট। ভাইকে জেতানোর লড়াই শুভেন্দু অধিকারীর।

Updated By: Nov 22, 2016, 08:53 AM IST
আজ উপনির্বাচনের ফলপ্রকাশ

ওয়েব ডেস্ক: আজ উপনির্বাচনের ফলপ্রকাশ। গত শনিবারই ভোট হয় কোচবিহার ও তমলুক লোকসভা কেন্দ্রে। ভোট হয়েছে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রেও। মন্তেশ্বর উপনির্বাচনে ভোট লুঠের অভিযোগে প্রার্থী পদ প্রত্যাহার করে কংগ্রেস। কোচবিহারে গত লোকসভা ভোটে সাতাশি হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল। বিধানসভা ভোটেও লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বাদে সব আসনে জিতেছিল তারা। এবার বিরোধীরা শাসকদলের সমর্থনের ভিতে আদৌ কোনও ফাটল ধরাতে পারবে কিনা, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তমলুক লোকসভা কেন্দ্রে উপনির্বাচন প্রেস্টিজ ফাইট। ভাইকে জেতানোর লড়াই শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন নয়া নোটে নাকি চিপ? গুজব নাকি সত্যি জেনে নিন

আরও পড়ুন ৫০০ এবং হাজার টাকার নোট বাতিলের পর কৃষকদের জন্য সুখবর

.