জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য বারাসতে

জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য বারাসতে। বারাসতের নবপল্লীর পিজি বাগানের কাছে একটি নর্দমা থেকে উদ্ধার হয় একটি দেহ। তারপরই বাদু কাঠের মোড় এলাকা থেকে উদ্ধার হয় আরও একটি দেহ। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান মদ্যপ অবস্থায় ড্রেনে পড়েই মৃত্যু হয়েছে দু'জনের। ২টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।

Updated By: Feb 26, 2017, 11:54 AM IST
জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য বারাসতে
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : জোড়া দেহ উদ্ধারে চাঞ্চল্য বারাসতে। বারাসতের নবপল্লীর পিজি বাগানের কাছে একটি নর্দমা থেকে উদ্ধার হয় একটি দেহ। তারপরই বাদু কাঠের মোড় এলাকা থেকে উদ্ধার হয় আরও একটি দেহ। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান মদ্যপ অবস্থায় ড্রেনে পড়েই মৃত্যু হয়েছে দু'জনের। ২টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মেয়াদ উত্তীর্ণ ওষুধ; শুরু হল খোঁজখবর

আজ সকালে এলাকার বাসিন্দারা নবপল্লী এলাকায় নর্দমায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে পুলিসকে খবর দেয়। পুলিস এসে দেহটি উদ্ধার করার পরই অপর দেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা। তারপরই শুরু তদন্ত। 

.