মোড়লের নিদান, তাই ডাইনি অপবাদে পুড়িয়ে মারার চেষ্টা গ্রামের ২ বৃদ্ধাকে
ডাইনি অপবাদ দিয়ে দুই বৃদ্ধাকে গাছে বেঁধে মারধর করে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল গ্রামের মোড়লদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এলাকায়।
কয়েকদিন আগে অযোধ্যা পাহাড়ের রাঙা গ্রামে জ্বরে মৃত্যু হয় তিনজনের। এ ঘটনায় গ্রামের মোড়লরা নিদান দেন, গ্রামবাসী দুই বৃদ্ধা রাশি টুডু ও পার্বতী হাঁসদা ডাইনি। তাদের তুকতাকেই মৃত্যু হয়েছে ওই তিন গ্রামবাসীর। এরপরেই গ্রাম সালিশি সভা বসিয়ে ওই দুই বৃদ্ধার ওপর ৩০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। টাকা দিতে না পারায় ওই দুজনকে গাছে বেঁধে বেদম মারধর করে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। পরে জরিমানার ১২ হাজার টাকা দেওয়ায় ছেড়ে দেওয়া হয় দুই বৃদ্ধাকে।
মারধরে গুরুতর আহত রাশি টুডু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। বাঘমুন্ডি থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে পুলিস। বাকি দুই অভিযুক্ত থানায় আত্মসমর্পণ করে। ধৃতদের পুরুলিয়া আদালতে তোলা হলে তাদের ১০ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।