খাগড়াগড় কাণ্ড: কোথায় গেল মুলুক গ্রামের পুরুষরা?
খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম সন্দেহভাজন হাবিবুর শেখের গ্রাম মুলুক। বোলপুরের এই গ্রাম এখন কার্যত পুরুষশূন্য। কিন্তু হঠাত্ কোথায় গেলেন গ্রামের পুরুষরা ? তা নিয়ে মুখে কুলুপ এটেছেন মহিলারা।
মঙ্গলবার এই গ্রামেরই একটি বন্ধ বাড়ির উঠোনে মিলেছিল বুলেট। খাগড়াগড় বিস্ফোরণের পর থেকেই কার্যত শুনশান বোলপুরের মুলুক গ্রামের শান্তি পল্লী। অধিকাংশ বাড়ির দরজায় তালা। মঙ্গলবার এখানেই একটি বাড়ির উঠোনে মিলেছিল বুলেট। পুলিসি প্রহরা থাকলেও গোটা শান্তিপল্লীই থমথম করছে। এই গ্রামের বেশিরভাগ বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি, ফেরিওয়ালা । কিন্তু খাগড়াগড় কাণ্ডের পর থেকে এদের অধিকাংশই ঘর ছাড়া। কোথায় গিয়েছেন তারা বলতে পারছেন না কেউ
কারা এই শান্তিপল্লিতে বসতি গড়ে তুলেছিলেন তা নিয়ে খোঁজখবর শুরু করেছে পুলিস। খতিয়ে দেখা হচ্ছে জঙ্গিযোগও। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র অবশ্য জঙ্গিদের বাড়বাড়ন্তর জন্য রাজ্য সরকারকেই দায়ি করেছেন।