আম পাড়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন যুবক
আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। জানা গিয়েছে, এদিন আম পাড়া নিয়ে ফেকন রজকের সঙ্গে সংঘর্ষ হয় বিশু রজকের। তখনই ফেকনকে খুন করে বিশু।
ওয়েব ডেস্ক: আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারে। জানা গিয়েছে, এদিন আম পাড়া নিয়ে ফেকন রজকের সঙ্গে সংঘর্ষ হয় বিশু রজকের। তখনই ফেকনকে খুন করে বিশু।
এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আম পাড়া নিয়ে জোরদার বচসা হয় দুজনের মধ্যে। বচসা ক্রমশ এমন পর্যায় যায় যে, ফেকনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বিশু। অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ফেকনের ছেলে সুশান্ত। বিশুকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনায় রাজনীতির রং লেগেছে। তৃণমূলের অভিযোগ, নিহত ব্যক্তি তাঁদের দলীয় সমর্থক। অন্যদিকে সিপিএমের দাবি, নিহত ও ধৃত দুজনেই তাদের দলীয় সমর্থক।