Bangladeshi Actress : হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া

হাসপাতালে ভর্তি বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া (Orchita Sporshia)। জানা যাচ্ছে, ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অর্চিতার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। কী হয়েছে অভিনেত্রীর? হঠাৎ হাসপাতালে কেন ভর্তি হতে হল অর্চিতাকে? জানা যাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী। অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। সংবাদমাধ্যমকে এখবর জানান, খোদ ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক আশীষ কুমার চক্রবর্তী।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 3, 2022, 04:46 PM IST
Bangladeshi Actress : হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী স্পর্শিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাসপাতালে ভর্তি বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া (Orchita Sporshia)। জানা যাচ্ছে, ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অর্চিতার হাসপাতালে ভর্তির খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। কী হয়েছে অভিনেত্রীর? হঠাৎ হাসপাতালে কেন ভর্তি হতে হল অর্চিতাকে? জানা যাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী। অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করাতে হয়েছে তাঁকে। সংবাদমাধ্যমকে এখবর জানান, খোদ ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক আশীষ কুমার চক্রবর্তী।

জানান, গত শনিবার (৩০ জুলাই) রাতে স্পর্শিয়ার অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচাপ হয়েছে। তার অস্ত্রোপচার করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির। অস্ত্রোপচারের পর স্পর্শিয়া এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রিয় অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।

আরও পড়ুন-ছোট্ট ছোট্ট জামা, জুতো, খেলনা, আরও কত কী! অনাগত সন্তানের অপেক্ষায় 'পরী'

আরও পড়ুন-'আমি কি বাচ্চা তৈরির মেশিন নাকি!'

বাংলাদেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ অর্চিতা স্পর্শিয়া। ছোটপর্দার পাশাপাশি বাংলাদেশের ছবিতেও অভিনয় করেছেন স্পর্শিয়া। শেষবার 'নবাব এলএলবি' ছবিতে দেখা গিয়েছে তাঁরে। মুক্তির অপেক্ষায় রয়েছে স্পর্শিয়া অভিনীত 'ফিরে দেখা' ছবিটি। এতে প্রথমবার তিনি নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন। যে ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের অনুদানের টাকায়। 'ফিরে দেখা' ছবিটি বানিয়েছেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা। 

বাংলাদেশের ছবিতে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞপনের মডেল হিসাবেও দেখা গিয়েছে স্পর্শিয়াকে। অর্চিতা অভিনীত নাটকগুলি হল রোদ, ওয়ারিশনামা,অরুনুদয়ের তরুন দল, ইম্পসিবল ৫, উজান গাঙ্গের নাইয়া, আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে, ইচ্ছেঘুড়ি,১৮+, প্রেম আসে প্রেম যায়, প্রবাসী জামাই, শ্রাবণের বিষ্টি, শ্রাবণের বিষ্টি, ঘুনপোকার ভালবাসা,ল্যান্ডফোনের দিনগুলো, জরি কিংবা মিনুর গল্প। তাঁর অভিনীত বাংলাদেশের সিনেমাগুলি হল বন্ধন, ইতি তোমারই ঢাকা, আবার বসন্ত, কাঠবিড়লী, নবাব এলএলবি, ছক, ফিরে দেখা, জলকিরণ। নাটক, এবং ছবি ছাড়া ওটিটিতেও ডেবিউ করে ফেলেছেন অর্চিতা স্পর্শিয়া। যার মধ্যে রয়েছে আবাসিক হোটেল, পাঁচফোড়ন, বউ ডাইরিজ।

প্রসঙ্গত, স্পর্শিয়া ১৯৯৩ সালের ৮ ই ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনিই তাঁর পরিবারে একমাত্র সন্তান, পরে বাবা-মায়ের বিচ্ছেদের পর মায়ের কাছেই বড় হন অর্চিতা। তাঁর মা সুজন হক একসময় সাংবাদিকতা করতেন, পরে সমাজকর্মী হিসাবে কাজ শুরু করেন এবং জামাকাপড়ের ব্যবসাও শুরু করেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.