অনলাইন ক্লাসের মাঝেই হঠাৎ এক প্রবীণার ফোন, আশীর্বাদে ভরিয়ে দিলেন রূপঙ্করকে, জানেন কে তিনি?
এই ফোন রূপঙ্করের কাছে পরম পাওয়া
নিজস্ব প্রতিবেদন: কঠিন পরিস্থিতিতে নিজের মত করে সময় কাটাচ্ছেন সকলে। কেউ কবিতা লিখছেন, কেউ বাড়ির কাজে ব্যস্ত, কেউ বা গল্পের বই পড়ায় মন দিয়েছেন, শিল্পীরা আবার ব্যস্ত অনলাইন ক্লাসে, এমনই এক ক্লাস করানোর সময় রূপঙ্করের এক অভিজ্ঞতার গল্প শোনাব আপনাদের, যা শিল্পীর কাছে যা পরম পাওয়া।
আরও পড়ুন:'ফাগুন বউ' নিয়ে নস্টালজিক, ফিরে যেতে চান পুরোনো দিনে, আবেগঘন পোস্ট Bikram-র
সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়ায় তিনি এই গল্প শেয়ার করলেন সকলের সঙ্গে, তিনি লেখেন-'মাস তিনেক আগে একদিন সকালে একটা ফোন এলো,আমি তখন বাজারে পটলের দরে ব্যস্ত। এক প্রবীণা উৎকণ্ঠিত হয়ে আমার এবং আমার পরিবারের সকলের কুশল জানতে চাইলেন। আমি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করছি কিনা, অপ্রয়োজনে বেরোচ্ছি কিনা ইত্যাদি।'
কাট টু শনিবার, রূপঙ্কর আরও লেখেন-' সকালে আমি অনলাইন ক্লাস করাচ্ছিলাম, আবার সেই প্রবীণার ফোন। আবার আমার বিষয়ে জানলেন, আমার স্ত্রী ও কন্যা কেমন আছেন জানতে চাইলেন। বারবার সতর্ক করলেন যেন আমি বাড়ি থেকে না বের হই। বেরোলে যেন অন্যদের থেকে ছফিট দুরত্ব বজায় রাখি। আমি ওনার কুশল জানতে চাইলে উনি বললেন, 'আমার কথা ছাড়ো। তোমাদের অনেক কিছু দেওয়ার আছে বাংলা সঙ্গীত জগৎকে। সাবধানে থেকো।..দুটি ঘটনাতেই হতচকিত হয়ে আমি কয়েক মুহুর্ত স্থানুবৎ হয়ে গেলাম। প্রবীণা আর কেউ নন। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আপনাকে আমার প্রণাম জানাই।'
বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, সপ্তমে সুর একইভাবে লাগে। আজও গানের টানে ছুটে যান সঙ্গীত মেলায়। নিয়মিত রেওয়াজ করেন। তিনি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। গানই তাঁর বেঁচে থাকা। বাড়িতে সারাদিন গুনগুন করেন। কঠিন পরিস্থিতি, তাই সিনিয়র হিসাবে নিয়মিত সকলের খবর রাখছেন বর্ষীয়ান এই শিল্পী। তাঁর কাছ থেকেও প্রচুর কিছু শেখা, সঙ্গীত জগতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বর্ষীয়ান এই সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন রূপঙ্কর।