'ভীর দি ওয়েডিং'-এ অভিনয় করতে চাননি করিনা?

সবে সবে মুক্তি পেয়েছে 'ভীর দি ওয়েডিং'-এর ট্রেলর। করিনা, সোনাম, স্বরা এবং শিখা যে 'ভীর দি ওয়েডিং'-এ দর্শকদের মুগ্ধ করবেন, তা বেশ স্পষ্ট। কিন্তু জানেন কি, 'ভীর দি ওয়েডিং'-এর শুটিংয়ের সময় করিনা কাপুর খান অন্তস্বতা ছিলেন।

Updated By: Apr 25, 2018, 07:49 PM IST
'ভীর দি ওয়েডিং'-এ অভিনয় করতে চাননি করিনা?

নিজস্ব প্রতিবেদন : সবে সবে মুক্তি পেয়েছে 'ভীর দি ওয়েডিং'-এর ট্রেলর। করিনা, সোনাম, স্বরা এবং শিখা যে 'ভীর দি ওয়েডিং'-এ দর্শকদের মুগ্ধ করবেন, তা বেশ স্পষ্ট। কিন্তু জানেন কি, 'ভীর দি ওয়েডিং'-এর শুটিংয়ের সময় করিনা কাপুর খান অন্তস্বতা ছিলেন। ফলে তাঁর জায়গায় যাতে অন্য কাউকে নেওয়া হয়, তার জন্য প্রযোজক রিয়া কাপুরকে অনুরোধ জানিয়েছিলেন করিনা। কিন্তু, রাজি হননি রিয়া। তিনি স্পষ্ট জানান, আরও বেশ কিছুদিন অপেক্ষা করা হোক। করিনার সন্তান জন্মানোর পর তবেই সিনেমার শুটিং শুরু করা হবে বলে জানান রিয়া। ট্রেলর লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়ে বুধবার এমনই জানান করিনা।

আরও পড়ুন : মুক্তি পেল 'ভীর দি ওয়েডিং'-এর ট্রেলর, করিনা মুগ্ধ করবে আপনাকে

এরপর তৈমুরের জন্মের পর 'ভীর দি ওয়েডিং'-এর শুটিং ফের শুরু করেন রিয়া।  'ভীর দি ওয়েডিং'-এর ট্রেলর লঞ্চের সময় সেই কথাই এবার প্রকাশ্যে আনলেন করিনা কাপুর খান। শুধু তাই নয়, রিয়া কাপুরের সঙ্গে কাজ করতে পেরে তিনি খুশি। পাশাপাশি তৈমুরের জন্মের পর এবার থেকে বছরে ১-২টি করে সিনেমা করতে চান তিনি। যাতে আরও বেশি সময় তিনি তৈমুরকে দিতে পারেন, তার জন্যই করিনা সিনেমার সংখ্যাও এবার কমিয়ে দিতে চান বলেও জানান বেগম সাহেবা।

.