Controversy on Gangubai Kathiawadi: 'আমার মা'কে যৌনকর্মীতে পরিণত করেছেন বনশালি', 'গাঙ্গুবাঈ'-এর ছেলের বিস্ফোরক অভিযোগ
কেন এমনটা বললেন?
নিজস্ব প্রতিবেদন: মুক্তির আগে ফের বিতর্কে জড়াল সঞ্জয়লীলা বনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। ছবিতে যেভাবে 'গাঙ্গুবাঈ'কে দেখানো হয়েছে, তাতে অসন্তুষ্ট তাঁর পরিবার। কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন 'গাঙ্গুবাঈ'য়ের দত্তক-সন্তান বাবুরাওজি শাহ (Babu Raoji Shah)।
হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস 'মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর উপর ভিত্তি করে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবিটি তৈরি করেছেন সঞ্জয়লীলা বনশালি (Sanjay Leela Bhansali)। অভিযোগ, মুম্বইয়ের কাথিয়াওয়াড়ির বাসিন্দা গঙ্গা হরিজীবনদাস ওরফে 'গাঙ্গুবাঈ'কে যেভাবে এই সিনেমাতে বর্ণনা করা হয়েছে, তা একেবারেই ঠিক নয়। গঙ্গা হরিজীবনদাসের ছেলের অভিযোগ, "আমার মাকে যৌনকর্মীতে পরিণত করেছেন সঞ্জয়লীলা বনশালি। এখন লোকে তাঁকে নিয়ে খারাপ কথা বলছে।" 'গাঙ্গুবাঈ'-এর পারিবারিক আইনজীবীর দাবি, "তাঁকে খুব খারাপ ভাবে ছবিতে দেখানো হয়েছে। এর কোনও ভিত্তি নেই। নোংরামি করা হয়েছে। একজন সমাজকর্মীকে, যৌনকর্মী হিসেবে ছবিতে দেখানো হয়েছে। কোন পরিবার এটা সহ্য করবে? গাঙ্গুবাঈকে ডন হিসেবে ছবিতে দেখানো হয়েছে।"
তিনি আরও জানান, আগেই আদালতে একটা মামলা দায়ের হয়েছে। বাবুরাওজি শাহ (Babu Raoji Shah)-ই যে গাঙ্গুবাঈয়ের ছেলে, আদালতে সেই প্রমাণও পেশ করা হয়েছে। তবে এখনও বিষয়টি বিচারাধীন। 'গাঙ্গুবাঈ'-এর পারিবারিক আইনজীবীর অভিযোগ, "এখন পরিচিতরা গাঙ্গুবাঈয়ের পরিবারের দিকে প্রশ্নের আঙুল তুলছে। বারবার জিজ্ঞেস করছে গাঙ্গুবাঈ সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী। পরিবারের সকলে মানসিক ভাবে ভেঙে পড়েছেন।"
২০২১-তে আদালতে একটা মানহানির মামলা দায়ের করেন 'গাঙ্গুবাঈ'য়ের দত্তক-সন্তান বাবুরাওজি শাহ (Babu Raoji Shah)। এরপর সঞ্জয়লীলা বনশালি (Sanjay Leela Bhansali) এবং আলিয়া ভাট (Alia Bhatt)-কে শমন পাঠায় আদালত। 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট (Alia Bhatt)। ২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি।
আরও পড়ুন: Bappi Lahiri-Michael Jackson: বাপ্পি লাহিড়ির কোন গানটি সবচেয়ে পছন্দ করতেন মাইকেল জ্যাকসন?