Raj-Subhashree : ডলফিনের সঙ্গে জলকেলিতে মজে রাজ-শুভশ্রী, সঙ্গে ইউভান

সামনে এল রাজ-শুভশ্রীর জামাইকা ভ্রমণের নানা মুহূর্ত...

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Jul 10, 2022, 04:00 PM IST
Raj-Subhashree : ডলফিনের সঙ্গে জলকেলিতে মজে রাজ-শুভশ্রী, সঙ্গে ইউভান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সমুদ্রে ঘেরা দ্বীপ রাষ্ট্র জামাইকা (Jamaica)। রাজ-শুভশ্রী (Raj Chakraborty-Subhashree Ganguly))র ঠিকানা এখন ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট এই দেশ। দম্পতির সঙ্গী ছেলে ইউভান। জামাইকাতে রয়েছেন আর সেখানকার নীল জলে সময় কাটাবেন না! তাও কি হয়? নীল জলে নেমে ডলফিনের সঙ্গে জলকেলিতে মজেছিলেন তারকা দম্পতি। ছবি পোস্ট করেছেন রাজ নিজেই।

রাজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উঠে এসেছে ডলফিনের সঙ্গে তাঁর জলকেলির বেশকিছু মুহূর্ত। কখনও রাজকে ডলফিনকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে, কখনও আবার ডলফিনের ঠোঁটে চুমু খেতে দেখা গিয়েছে পরিচালককে। নীল রঙের সুইম জ্যাকেট পরে জলে নেমে পড়েছিলেন শুভশ্রী এবং ইউভান। মায়ের দেখাদেখি ডলফিনের গায়ে হাত বোলাতে দেখা গেল ইউভানকেও। 

আরও পড়ুন-গন্তব্য জামাইকা, ইউভানকে নিয়ে নীল সমুদ্রে ডুব রাজ-শুভশ্রীর

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

জামাইকাতে গিয়ে ফাঁকতালে কখনও আবার একান্তে লেন্সবন্দি হয়েছেন রাজ-শুভশ্রী। ক্যাপশানে লিখেছেন, 'এক দুজে কে লিয়ে'। জামাইকাতে ছুটি কাটানোর নানান টুকরো মুহূর্ত উঠে এসেছে অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে। 

আরও পড়ুন-বান্ধবীর মন খারাপ, ভোলাতে ঠোঁটে চুমু ছোট্ট ইউভানের, ভাইরাল ভিডিয়ো

'হাবজি গাবজি'-র সাফল্যের পর ছুটি কাটাতে ছেলেকে নিয়ে প্রথমে মার্কিন মুলুকে উড়ে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। দেশ ছাড়ার দিন কলকাতা বিমানবন্দরে ট্রলি নিয়ে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াতে দেখা গিয়েছিল যুবানকে। রথের আগেই আমেরিকা পৌঁছে গিয়েছিলেন তাঁরা। রথযাত্রা উৎসবে আমেরিকার প্রবাসী বাঙালিদের সঙ্গে কাটিয়েছেন। তারপর সেখান থেকে পরিবারকে রাজ পৌঁছে গিয়েছেন জামাইকা। আপাতত সেখানেই ছুটি কাটাচ্ছেন তাঁরা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)