রিলিজের আগের রাতে নেটে ফাঁস সুলতান?

'উড়তা পঞ্জাবে'-এর পর কি এবার 'সুলতান'?রিলিজের আগেই যেভাবে উড়তা পঞ্জাব যেভাবে ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল, সেভাবেই সুলতান সিনেমার পুরোটাই নাকি নেটে ফাঁস হয়ে গেল। এক ওয়েবসাইটের দাবি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই সুলতান দেখা যাচ্ছিল একটি মুভি সাইটে। যদিও পরে নাকি তা সরিয়ে ফেলা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেকেই দাবি করছেন, রিলিজের আগের রাতেই তারা সলমনের সুলতানগিরি দেখে ফেলেছেন। তাদের দাবি তাদের দেখে এতটাই ভাল লেগেছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো তারা মিস করবেন না। যশরাজ ফিল্মস অবশ্য সিনেমা ফাঁস হয়ে যাওয়ার ঘটনার কথা এখনও অবধি স্বীকার করেনি।

Updated By: Jul 6, 2016, 11:08 AM IST
রিলিজের আগের রাতে নেটে ফাঁস সুলতান?

ওয়েব ডেস্ক: 'উড়তা পঞ্জাবে'-এর পর কি এবার 'সুলতান'?রিলিজের আগেই যেভাবে উড়তা পঞ্জাব যেভাবে ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছিল, সেভাবেই সুলতান সিনেমার পুরোটাই নাকি নেটে ফাঁস হয়ে গেল। এক ওয়েবসাইটের দাবি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই সুলতান দেখা যাচ্ছিল একটি মুভি সাইটে। যদিও পরে নাকি তা সরিয়ে ফেলা হয়। সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেকেই দাবি করছেন, রিলিজের আগের রাতেই তারা সলমনের সুলতানগিরি দেখে ফেলেছেন। তাদের দাবি তাদের এই সিনেমা দেখে এতটাই ভাল লেগেছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো তারা মিস করবেন না। যশরাজ ফিল্মস অবশ্য সিনেমা ফাঁস হয়ে যাওয়ার ঘটনার কথা এখনও অবধি স্বীকার করেনি।

পড়ুন 'সুলতান'-এ 'শাহরুখের রোমান্স' প্রসঙ্গে যা বলছেন সলমন

প্রসঙ্গত, মুক্তির ২দিন আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল 'উড়তা পঞ্জাব'-এর সেন্সর কপি। যার পিছনে সেন্সর বোর্ডেরই এক কর্তার হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। এই ঘটনার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন প্রযোজকরা।

এদিকে, সব বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে সলমন খানের সুলতান। এমনটাই মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। বুধবার ইদের দিন মুক্তি পাওয়া ভাইজানের এই সিনেমা শুরুতেই ১৫০ কোটি টাকার ব্যবসা ছাপিয়ে যাবে বলে অনুমান বিশেষজ্ঞদের। তাঁদের অনুমান, প্রথম সপ্তাহেই রেকর্ড করবে সলমনের এই কুস্তির কাহিনী ভিত্তিক সিনেমা। সুলতানের অ্যাডভান্স বুকিং বেশ ভালোই হচ্ছে। তার ওপর আবার সপ্তাহটা পাঁচ দিনের উইকএন্ড। যার মানে সুলতান বক্স অফিসে ব্যবসা করার পাঁচটা দিনই পুরো পাচ্ছে। এমনও বলা হচ্ছে আলি আব্বাস জাফর পরিচালিত এই সিনেমা বলিউডে সলমনের সবচেয়ে বড় সাফল্য হয়ে উঠতে পারে। তবে সবটাই এক চলচ্চিত্র বিশেষজ্ঞর হিসেবের পর অনুমান।

.