WB assembly election 2021: ৭ মার্চ Modi-র ব্রিগেড, প্রচারে পায়েল, যশ, হিরণ-রা
ব্রিগেড ভরাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন Hiran, Yash, Paayelরা।
নিজস্ব প্রতিবেদন : ২০২১-এর নির্বাচনকে পাখির চোখ করে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূল ও বিজেপি। ৭ মার্চ ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিন ব্রিগেডে মোদীর সভায় সদ্য বিজেপিতে যোগ দেওয়া তারকারা উপস্থিত থাকবেন সেটাই প্রত্যাশিত। ইতিমধ্যেই ৭ তারিখ ব্রিগেড ভরাতে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন হিরণ, যশ, পায়েলরা। হ্য়াশ ট্য়াগে তাঁরা সকলেই ব্যবহার করেছেন #LokkhoSonarBangla এবং #DurnitiMuktoBangla।
শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করছেন ঠিক তখনই নরেন্দ্র মোদীর ব্রিগেড ভরাতে টুইট করেন একদা যুব তৃণমূলের সহ সভাপতি হিরণ। সদ্য বিজেপিতে যোগ দেওয়া হিরণের টুইট ''পায়ে পায়ে উড়িয়ে ধুলো। সবাই মিলে ব্রিগেড চলো। লক্ষ্য আত্মনির্ভর সোনার বাংলা''। সঙ্গে মোদীর ছবি লাগানো বিজেপির পোস্টার।
আরও পড়ুন-WB assembly election 2021: ২০১৯ এ হারা কেন্দ্রে জয়ে ফিরতে তারকায় ভরসা Mamata Banerjee-র?
পায়ে পায়ে উড়িয়ে ধুলো।
সবাই মিলে ব্রিগেড চলো
লক্ষ্য আত্মনির্ভর সোনার বাংলা @KailashOnline @DilipGhoshBJP @Amitava_BJP @BJP4Bengal #lokkhoSonarBangla #DurnitiMuktoBangla pic.twitter.com/FUghGfjlg7— Hiraan (@hiran_chatterji) March 5, 2021
ব্রিগেডের প্রচারের পাশাপাশি মোদীপাড়া নামে নতুন একটি অ্যাপের প্রচারও করছেন যশ। প্রসঙ্গত ২৫ ফেব্রুয়ারি কৈলাস বিজয়বর্গীয়-র সভায় বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত।
#BrigadeCholo#LokkhoSonarBangla #DurnitiMuktoBangla @BJP4Bengal pic.twitter.com/IFHFnn4WVi
— Yash (@Yash_Dasgupta) March 5, 2021
#Modipara app is here for the well wishers of Bengal in their march towards better days in Bengal. Join in this digital walk towards growth and share it's latest updates to pave way for good governance in Bengal.
Download the app from:https://t.co/hC1yCYnqes@BJP4Bengal
— Yash (@Yash_Dasgupta) March 5, 2021
অন্যদিকে মোদীর ব্রিগেডের প্রচারে BJP-র পোস্টার টুইট করেছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী পায়েল সরকার।
#LokkhoSonarBangla #DurnitiMuktoBangla pic.twitter.com/7rFxFO32Gl
— Paayel Sarkar (@Paayel_12353) March 5, 2021
প্রসঙ্গত, শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকায় নাম রয়েছে ১৪জন তারকার। রয়েছে রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, সোহম চক্রবর্তী, অদিতি মুন্সি, কৌশনি মুখোপাধ্যায়, মনোজ তিওয়ারি-দের নাম। এখন দেখার প্রার্থী তালিকায় কতজন তারকার নাম রাখে বিজেপি।
আরও পড়ুন-বারাকপুরে Raj, আাসনসোল দক্ষিণ-এ Saayoni, দেখুন TMC-র তারকা প্রার্থীর তালিকা