দেশের ১২টি রাজ্যে চলছে ভোটগ্রহণ-LIVE UPDATE পঞ্চম দফা

পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্যে চলছে ভোটগ্রহণ। দেশে ১০ দফার যে ভোটযজ্ঞ চলছে আজকের দফাতেই সবচেয়ে বেশি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ১২১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

Updated By: Apr 17, 2014, 04:52 PM IST

৪টে- মধ্যপ্রদেশে দুপুর ২টো অবধি ভোট পড়ল ৩৯%। তিন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর। চার জায়গায় ভোট বয়কট।

৩টে ৫১- উত্তরপ্রদেশে একটি পোলিং সেন্টারে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি।

২টা ৪৭- মানবধিকার কর্মী ইরম শর্মিলা চানুকে মণিপুর থেকে ভোট দান করার অনুমতি দেওয়া হল না। মণিপুরে কালা কানুন আফসপা তুলে নেওয়ার দাবিতে গত ১৩ বছর ধরে

অনশন করছেন ইরম শর্মিলা চানু। আইন তাঁর এবারের ভোটাধিকার কেড়ে নেল।

২টা ৩০- মণিপুরের ৮.৫৩% ভোটারের মধ্যে ৬২% বেলা ২টা অবধি ভোট দান করেছেন।

১টা ৫০- কর্ণাটকে ৪.৬২ কোটি ভোটারদের মধ্যে ২৬% ভোটার বেলা ১২টা অবধি ভোট দান করেছেন।

১টা ১০- ১,৭৬৯ জন প্রার্থী আজ লোকসভার ভোটের ময়দানে। ১২টা অবধি ১৬.৬১ কোটি ভোটারের ৩০% ভোটদান করলেন।

১২টা ৫০- পিলভিটে ২৪% ভোট পড়ল।

১২টা ৪০- ছত্তিসগড়ে প্রথম ৪ ঘণ্টায় ভোট পড়ল ২৭%।

বেলা ১২টা ১৮- উত্তরপ্রদেশে বেলা ১১টা অবধি ভোট পড়েছে ২৭%।

১১টা ৪৪- পুনের ত্রুটি পূর্ণ ইভিএম মেশিনে যেখানেই বোতাম টেপা হোক না কেন ভোট কংগ্রেসের ঘরে জমা পড়ছে।

১১টা ৩২- সকাল ১০টা অবধি ১৫% ভোট পড়েছে ওড়িশাতে।

১১টা ২৮- ১৩.৭% ভোট পড়েছে রাজস্থানে

১১টা ১৫- ঝাড়খন্ডে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত সিআরপিএফ জওয়ান।

১০টা ২৬- হেমা মালিনী, স্মৃতি ইরানি, জাভেদ জাফরির সিনেমার প্রদর্শন বন্ধ করল দূরদর্শন।

১০টা ১- জশবন্ত সিংয়ের মন্তব্য- দেশে কোনও মোদী হাওয়া নেই।

৯টা ৫৫- জ্যোতিরিন্ধ্র রাও সিন্ধিয়া জানালেন তিনি জয়ের ব্যাপারের নিশ্চিত।

৯টা ৫৩- ঝাড়খন্ডের বোকারোতে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা।

সকাল ৯টা ৪৮- সকাল ৯টা অবধি ১২% ভোট পড়ল মহারাষ্ট্রে। ১৩.৫৮% ভোট পড়ল রাজস্থানে। ১১.৭১% ভোট পড়ল উত্তরপ্রদেশে।

সকাল ৯টা ২৪: ভোট দিলেন পাটলিপুত্রের আরজেডি প্রার্থী লালুকন্যা মিসা ভারতী।

সকাল ৯.২০-ভোট দিলেন আন্না হাজারে।

এই দফার ভোটে নজরকাড়া প্রার্থীরা-- নন্দন নিলেকেনি (কংগ্রেস, বেঙ্গালুরু দক্ষিণ), মানেকা গান্ধী (বিজেপি,(পিলভিট) , এইচডি দেবেগৌড়া, বীরাপ্পা মৈলি, মিসা ভারতী, গুলাম নবি

আজাদ (উধমপুর)

সকাল ৮টা- মহারাষ্ট্রের ১৯টি কেন্দ্র ভোট গ্রহণ চলছে। এই ১৯টি কেন্দ্রের মধ্যে ১২টি কংগ্রেস-এনসিপি জোটের শক্ত দুর্গ। তবে এবার এইসব কেন্দ্রে এনডিএ এগিয়ে।

সকাল ৭.৩০টা- মধ্যপ্রদেশের ১০টি কেন্দ্রে ১৪২ জন প্রার্থীর ভাগ্যনির্ধারিত হচ্ছে। ১০টি কেন্দ্রের মধ্যে ৮টিতে সংখ্যাতত্বের বিচারে এগিয়ে বিজেপি।

সকাল ৭.১৫টা-উত্তরপ্রদেশের ১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। নিরাপত্তার দিক থেকে সবচেয়ে আঁটোসাটো এই ১১টি কেন্দ্র। প্রতিটি বুথে রয়েছে পর্যবেক্ষক। মোদী ঝড় বলে যদি সত্যি কিছু

থেকে থাকে তাহলে এই ১১টি কেন্দ্রের মধ্যে অন্তত ৮টা বিজেপি জিতবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, আজকের দফাতেই যে দল বেশি আসন পাবে তারা নাকি দিল্লির মসনদ দখলে অনেকটা এগিয়ে থাকে।

সকাল ৭টা- ১২টি রাজ্যে ১২১ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু।

ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে ১২টি রাজ্যের মোট ১২১টি লোকসভা কেন্দ্রে. নির্বাচন শুরু সকাল ৭টায়। ভোট দেবে বিহার, ছত্তিসগড়, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্য প্রদেশ,

মহারাষ্ট্র, মণিপুর, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও পশ্চিম বঙ্গ।

কর্নাটকের ২৮টি কেন্দ্র, রাজস্থানের ২০টি কেন্দ্র, মহারাষ্ট্রের ১৯টি কেন্দ্র, ওড়িশা ও উত্তর প্রদেশের ১১টি করে কেন্দ্র, বিহারের ৭টি কেন্দ্র, ঝাড়খণ্ডের ৬টি কেন্দ্র, পশ্চিমবঙ্গের ৪টি কেন্দ্র,

ছত্তিসগড়ের ৩টি কেন্দ্র, মণিপুর এবং জম্মু ও কাশ্মীরের একটি করে কেন্দ্রে ভোটগ্রহণ কাল.

আজকে নজরে যেইসব প্রার্থীরা-

গুলাম নবি আজাদ (উধমপুর)
মানেকা গান্ধী (পিলভিট)
শত্রুঘ্ন সিনহা (পাটনা সাহিব)
জসবন্ত সিং (বারমার)
বীরাপ্পা মইলি (চিক্কাবল্লাপুর)
অনন্ত কুমার ও নরেন্দ্র নিলেকনি(ব্যাঙ্গালোর)

.