এবার চিত্তরঞ্জনে Black Fungus! জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার বাঁকুড়া মেডিক্যালে

বুধবারই দার্জিলিংয়ের প্রধাননগরে এক ব্যক্তির শরীরে ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এবার আসানসোলের চিত্তরঞ্জনে এক মহিলার চোখে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করছেন চিকিত্সকেরা।

Updated By: May 27, 2021, 08:02 PM IST
এবার চিত্তরঞ্জনে Black Fungus! জেলা হাসপাতাল থেকে রোগীকে রেফার বাঁকুড়া মেডিক্যালে

নিজস্ব প্রতিবেদন: বুধবারই দার্জিলিংয়ের প্রধাননগরে এক ব্যক্তির শরীরে ধরা পড়েছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। এবার আসানসোলের চিত্তরঞ্জনে এক মহিলার চোখে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করছেন চিকিত্সকেরা।

আরও পড়ুন-জুলাইয়ে উচ্চমাধ্যমিক, অগাস্টে মাধ্যমিক পরীক্ষা, ঘোষণা CM Mamata-র

কীভাবে এমন সন্দেহ? চিত্তরঞ্জন রেল হাসপাতাল সূত্রে খবর, করোনা আক্রান্ত হয়ে ১৬ মে হাসপাতালে ভর্তি হন ওই মহিলা। আচমকাই গত কয়েকদিন ধরে তাঁর চোখের তলা কালো হতে শুরু করে। চিকিত্সকরদের সন্দেহ হয় ওই মহিলা ব্ল্যাক ফাঙ্গাসে(Black Fungus) আক্রান্ত।

ব্ল্যাক ফাঙ্গাস কিনা নিশ্চিত হতে রেল হাসপাতাল থেকে ওই মহিলাকে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানে একাধিক পরীক্ষা হয় মহিলার। তিন জন চোখের চিকিত্সক ছাড়াও অন্যান্য বিভাগের চিকিত্সকেরাও তাঁকে পরীক্ষা করেন। তাঁদেরও সন্দেহ, মহিলা সম্ভবত ব্ল্যাক ফাঙ্গাসেই আক্রান্ত। এরপরই ওই মহিলাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে(Bankura Medical Collage) পাঠিয়ে দেওয়া হয়। কারণ সেখান থেকেই একমাত্র নিশ্চিতভাবে বলা যাবে ওই মহিলা আদতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত কিনা।

ডা নিখিল চন্দ্র দাস

আরও পড়ুন-আচমকাই অসুস্থ Anubrata, বোলপুর থেকে আনা হল কলকাতায়

আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা নিখিল চন্দ্র দাস বলেন, বছর চল্লিশের ওই মহিলার করোনা হয়েছিল। সুগারও আছে। চোখ কালো হয়ে যাওয়ায় ওঁকে এখানকার এমার্জেন্সি নিয়ে আসা হয়। আমাদের এখানে চোখের ডাক্তার ছাড়াও অন্যান্য চিকিত্সকেরা ওঁকে দেখেছেন। ওঁদের সন্দেহ এটা ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। তারপরই ওই রোগীকে বাঁকুড়া পাঠানো হয়। ওটাই আমাদের নোডাল মেডিক্যাল কলেজ। তাই সেখানেই পাঠানো হয়েছে। তবে রোগী এখনও পর্যন্ত সুস্থই রয়েছেন।

.