Pfizer এর পর করোনার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম Sputnik V

এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে ৯০ শতাংশেরও বেশি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে  Pfizer, BioNTech ও Moderna ভ্যাকসিন

Updated By: Feb 2, 2021, 09:47 PM IST
Pfizer এর পর করোনার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম Sputnik V

নিজস্ব প্রতিবেদন: করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বড়সড় সাফল্য পেল রাশিরায় ভ্যাকসিন Sputnik V। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ৯১.৬ শতাংশ কার্যকারিতা প্রমাণ করল এই ভ্যাকসিন। এমনটাই জানাচ্ছে ব্রিটেনের মেডিক্যাল জার্নাল The Lancet। এর আগে Pfizer এর ভ্যাকসিন ৯৫ শতাংশ প্রতিরোধ গড়ে তুলে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন-আগের দফার Covaxin পড়ে, শঙ্কা মেটার আগে আসছে পরের দফার ডোজ

তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার আগেই Sputnik V ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছিল রাশিয়া। এনিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল বিশেষজ্ঞদের মধ্য়ে। কিন্তু ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালে তা প্রয়োগ করা হয়েছিল ২০,০০০ স্বেচ্ছাসেবকের মধ্যে। দেখা যাচ্ছে, ভ্যাকসিনের দুটি ডোজ করোনা(Coronavirus) ঠেকাতে ৯০ শতাংশের বেশি সফল।

রাশিয়ার ওই ভ্যাকসিন সম্পর্কে ইউনিভার্সিটি অব রিডিংয়ের অধ্যাপক ইয়ান জোন্সের দাবি, 'Sputnik V ভ্যাকসিনটি যেভাবে বাজারে আনা হয়েছিল তাতে চটজলদি এটির প্রয়োগ নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ তৈরি হয়েছিল। এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু এটির পরীক্ষার ফলাফল অত্যন্ত আশাপ্রদ। ফলে এটি এখন করোনা দূরীকরণে ব্যবহার করা যেতে পারে।'

আরও পড়ুন-'উজ্জীবিত দেশ', Oxford-র বিচারে ২০২০ সালের হিন্দি শব্দ PM Modi-র 'আত্মনির্ভরতা' 

এখনও পর্যন্ত করোনার বিরুদ্ধে ৯০ শতাংশেরও বেশি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে  Pfizer, BioNTech ও Moderna ভ্যাকসিন। এবার সেই দলে যুক্ত হল Sputnik V। রাশিয়ায় ওই ভ্যাকসিনটি তৈরি হচ্ছে রাশিয়ায় ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের তত্ত্বাবধানে। সংস্থার দাবি, বেলারুশ, ভেনেজুয়েলা, বলিভিয়া, আলজেরিয়ায় মতো বিশ্বের বিভিন্ন দেশ এই ভ্যাকসিন চেয়ে আবেদন করেছে। 

.