২০১৬-র জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ

ওয়েব ডেস্ক : ২০১৬-র জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ। সাহিত্যে সারা জীবনের অবদানের জন্য তিনি এই সম্মান পেলেন। ২০ বছর পর আবার জ্ঞানপীঠ সম্মান পেলেন কোনও বাঙালি। ১৯৯৬-এ মহাশ্বেতী দেবী পেয়েছিলেন জ্ঞানপীঠ।

Updated By: Dec 23, 2016, 03:59 PM IST
২০১৬-র জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ

ওয়েব ডেস্ক : ২০১৬-র জ্ঞানপীঠ সম্মান পেলেন কবি শঙ্খ ঘোষ। সাহিত্যে সারা জীবনের অবদানের জন্য তিনি এই সম্মান পেলেন। ২০ বছর পর আবার জ্ঞানপীঠ সম্মান পেলেন কোনও বাঙালি। ১৯৯৬-এ মহাশ্বেতী দেবী পেয়েছিলেন জ্ঞানপীঠ।

১৯৬৫ সাল থেকে এই সম্মান দেওয়া শুরু হয়। দ্বিতীয় বছরই, ১৯৬৬-তে জ্ঞানপীঠ পান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপর ১৯৭১-এ পান বিষ্ণু দে। ১৯৭৬-এ এই সম্মান পান আশাপূর্ণা দেবী। তারপর ১৯৯১ সালে সুভাষ মুখোপাধ্যায় পান এই সম্মান। কবি শঙ্খ ঘোষকে নিয়ে এখনও পর্যন্ত মোট ৬ জন বাঙালি পেলেন জ্ঞানপীঠ সম্মান।

আরও পড়ুন, দম ফাটা হাসিতে দর্শকরা উপভোগ করলেন "দুধ খেয়েছ ম্যাও"

.