বিপর্যয়ের দায় নিয়ে পদত্যাগ? 'আজগুবি কথা, গল্প,' বললেন Biman
যুক্তফ্রন্ট সরকারের পর কংগ্রেসের প্রত্যাবর্তনের বছরেও এমন হাল হয়নি বলে স্বীকার করলেন বিমান বসু (Biman Basu)।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনে বিপর্যয় হয়েছে, মানলেন। তবে বামফ্রন্টের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেননি বলে সাফ জানালেন বিমান বসু (Biman Basu)। তাঁর দাবি, গোটাটাই সংবাদমাধ্যমের রটনা।
স্বাধীনতার পর থেকে এই প্রথম বিধানসভা বাম-কংগ্রেস শূন্য। শিবরাত্রির সলতের মতো বিধানসভায় সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক আইএসএফের (ISF) নওশাদ সিদ্দিকী। ভরাডুবির দায় নিয়ে শরিকদের সঙ্গে বৈঠকে বামফ্রন্ট চেয়ারম্যানের পদ থেকে বিমান বসু ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে ছড়িয়ে পড়ে জল্পনা। এ দিন সেই জল্পনায় জল ঢাললেন বিমান বসু (Biman Basu)। তিনি বলেন,''ব্যাপার হচ্ছে, মনের মাধুরি মিশিয়ে কেউ লিখেছে। আমরা আলোচনা করেই কাজকর্ম করেছি। আমি পদত্যাগ করতে চেয়েছি এটা আজগুবি কথা, গল্প।''
যুক্তফ্রন্ট সরকারের পর কংগ্রেসের প্রত্যাবর্তনের বছরেও এমন হাল হয়নি বলে স্বীকার করলেন বামফ্রন্ট চেয়ারম্যান। তাঁর কথায়,''ডিজাস্টার রেজাল্ট হয়েছে। বামেদের সঙ্গে কংগ্রেসেরও বিপর্যয়। কোনওদিন এমন বিধানসভা ছিল না বাংলায়। মানে ১৯৭২ সালে বামশূন্য করতে চেয়েছিল। সেখানেও বামেরা কিছু আসন জয়লাভ করেছিল। সিপিএম ১৩টা আসন পেয়েছিল।''
আইএসএফ-র সঙ্গে জোট নিয়ে আপত্তি তুলেছে শরিকরা। ২০১৬ সালে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে ভরাডুবি হয়েছিল বামফ্রন্টের। গণনার দিন বিমান বসু (Biman Basu) বলেছিলেন,''জোট না ঘোঁট।'' এবার আইএসএফ-কে নিয়ে প্রশ্নে সংযত প্রতিক্রিয়া দিলেন ফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন,''আমি বলতে পারব না। আমাদের নিজেদের আলোচনা ছাড়া এনিয়ে মন্তব্য করব না। নিজের দায়িত্বে কেউ প্রতিক্রিয়া দিতে পারে। আমাদের নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি। আমি বলব কী করে?''
দলের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন কান্তি গঙ্গোপাধ্যায় ও তন্ময় ভট্টাচার্যের মতো নেতারা। তাঁদের বিরুদ্ধে কি কোনও ব্যবস্থা নেবে দল? বিমান বসু বলেন,''সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের বক্তব্য আগে জানব। তার পর রাজ্যস্তরে আলোচনা হবে।''
আরও পড়ুন- প্রধান বিরোধী-হীন বিধানসভায় স্পিকার নির্বাচনে হাজির সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক