সেজে উঠেছে মহানগর, মহালয়া থেকে প্রতিদিনই পুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী
Updated By: Sep 23, 2017, 12:21 PM IST

ওয়েব ডেস্ক: পুজোর স্পিরিট অলরেডি অন হয়ে গিয়েছে। এখন থেকেই সেজে উঠেছে মহানগর। চারিদিকে ঝলমলে আলো। এখন থেকেই লোকে লোকারন্য পুজো প্যান্ডেলগুলি। মহালয়ার দিন থেকে প্রতিদিনই পুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী । আম দর্শনার্থীদের জন্য দরজা খুলে গিয়েছে সেই সব মণ্ডপের। গুটি গুটি পায়ে শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা।
আজ দ্বিতীয়া, রাজ্যের পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে বহির্বঙ্গেও
পুজোর দিনগুলোয় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর । তাই এখন থেকেই অনেকে প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন। যাতে পুজোর মধ্যে বৃষ্টি হলেও সেরা থিমগুলো যেন মিস না হয়ে যায়। থিমের বাহারে ঝলমল করছে বারোয়ারি পুজোমণ্ডপগুলি। সেরা পুজোর সেরা ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে।