জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

এক সপ্তাহ পর সেই কর্মবিরতি উঠল

Updated By: Jun 17, 2019, 08:51 PM IST
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা

নিজস্ব প্রতিবেদন: অবশেষে জট কাটল। কর্মবিরতি প্রত্যাহার করলেন জুনিয়র ডাক্তাররা। জিবি বৈঠকের পর এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে একথাই ঘোষণা করলেন তাঁরা। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি।

সোমবার রাতে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তজেনা ছড়ায় এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুরুতর আহত হন এক জুনিয়র চিকিত্সক। তার পর কর্মবিরতি শুরু হয়।

আরও পড়ুন: আহত জুনিয়র চিকিত্সক পরিবহকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

এক সপ্তাহ পর সেই কর্মবিরতি ওঠে। তার আগে এদিন বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জুনিয়র চিকিত্সকদের প্রতিনিধিরা। সেখানে সেখানে নিজেদের দাবিদাওয়া জানান জুনিয়র চিকিত্সকরা। তাঁদের দাবি মেনে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা সিদ্ধান্তও হয়।

তার পর এনআরএসে ফিরে জিবিতে বসেন আন্দোলনকারীরা। তার পর তাঁরা কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। মুখ্যমন্ত্রী তাঁদের সব দাবি মেনে নেওয়ায়, হামলার ঘটনার প্রতিবাদ করায়, তাঁরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুললেই, পরিবহ মুখোপাধ্যায়কে হাসপাতালে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

একই সঙ্গে জানিয়েছেন, সরকারের তরফে তাঁদের দাবিগুলিকে ধাপে ধাপে পূরণ করার আশ্বাস দেওয়া হয়েছে। সেই দিকে তাঁরা তাকিয়ে। চিকিত্সকদের সঙ্গে দুর্ব্যবহার করলে কেউ পার পাবে না বলেও তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন।

রাজ্যজুড়ে আন্দোলন চলছিল। তাই সকলকে তিনি কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁরাও অবিলম্বে এনআরএসের পরিষেবা শুরুর আশ্বাস দিয়েছেন।

.