স্বাস্থ্যবিধি মেনেই বিকিকিনি, প্রায় ৭০ দিন পর ঝাঁপ খুলল কলকাতার নিউমার্কেট
দু-মাসেরও বেশি সময় এক পয়সারও ব্যবসা হয়নি। মাঠে মারা গিয়েছে চৈত্রসেল। এবার ব্যবসায় গতি ফেরাতে তাই মরিয়া ব্যবসায়ীরাও।
নিজস্ব প্রতিবেদন: আনলক নিউ মার্কেট। প্রায় ৭০ দিন পর ঝাঁপ খুলল কলকাতার অন্যতম পুরনো বাজার। তবে প্রথম দিনে কার্যত ফাঁকাই থাকল দোকানগুলি। আনলক ওয়ানের প্রথম দিনে খুলেছে শহরের পুর বাজারগুলি। খুলেছে নিউ মার্কেটও। দু-মাসেরও বেশি সময় এক পয়সারও ব্যবসা হয়নি। মাঠে মারা গিয়েছে চৈত্রসেল। এবার ব্যবসায় গতি ফেরাতে তাই মরিয়া ব্যবসায়ীরাও।
আরও পড়ুন: টানা দেড় ঘণ্টা বিদ্যুৎহীন কলকাতা মেডিকেল কলেজের একাধিক বিল্ডিং, চরম ভোগান্তি রোগীদের
সরকারি ছাড়পত্র মিলতেই খুলছে সব দোকান। মানা হচ্ছে সুরক্ষাবিধি। কড়া নিয়মের ছবি দেখা গেল প্রাসধনীর দোকানেও। প্রথম দিন অবশ্য কার্যত ফাঁকাই থাকল বাজার। খুব প্রয়োজন আছে, এমন ক্রেতাদেরই দেখা মিলল বাজারে। নিউ মার্কেট মানেই লাখো মানুষের ভিড়। ভিড় ঠেলেই দরদাম-বিকিকিনি। হগ সাহেবের বাজার এখন জুড়ে চেনা সেই ছন্দের অপেক্ষা।