মুকুল নিয়ে চুপ, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ক্ষণস্থায়ী, বললেন পার্থ

এদিন এক সাংবাদিকের মুখে মুকুল রায়ের নাম শুনেই চরম বিরক্তি প্রকাশ করেন পার্থ। এমনকী ওই সাংবাদিককে বাকি প্রশ্ন করারও সুযোগ দেননি তিনি। 

Updated By: Apr 27, 2019, 06:48 PM IST
মুকুল নিয়ে চুপ, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ক্ষণস্থায়ী, বললেন পার্থ

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ক্ষণস্থায়ী। শনিবার কলকাতা প্রেস ক্লাবে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে একথা বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিরক্তিভরে মুকুল প্রসঙ্গ এড়ান তিনি। 

এদিন এক সাংবাদিকের মুখে মুকুল রায়ের নাম শুনেই চরম বিরক্তি প্রকাশ করেন পার্থ। এমনকী ওই সাংবাদিককে বাকি প্রশ্ন করারও সুযোগ দেননি তিনি। পার্থ এদিন বলেন, 'এবারের নির্বাচনের ফলে দেশের অখণ্ডতা নির্ভর করছে। ২টো বিষয় নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি। দেশের মানুষ এক হয়ে থাকতে পারবে কি না। দেশের উন্নয়ন করতে যারা ব্যর্থ তাদের পরাজয় হবে কি না।'

 

এদিন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের বক্তব্যেরও জবাব দেন তিনি। বলেন, 'বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন শুধু মমতা। দেউলিয়া সিপিএম এখন বিজেপিতে যাচ্ছে। নিজের দল বাঁচান। সূর্য ডুবে গেছে।' 

ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী ফুয়াদ হালিমের ওপর হামলার নিন্দা করে পার্থ বলেন, 'আমরাও আক্রান্ত  হচ্ছি। ফুয়াদের যদি আঘাত লাগে তবে তা দুঃখের।' 

পার্থর দাবি, 'মমতার উন্নয়নের পাশে কেউ নেই। দেশ যদি বিপন্ন হয় রাস্তায় যিনি আছেন, তিনি মমতা। 

কমিশনের নিরপেক্ষতা নিয়ে পার্থবাবুর মন্তব্য, 'কমিশনের নিরপেক্ষতা নিয়ে মানুষের প্রশ্ন থাকতেই পারে। এত ওসি বদল আগে দেখিনি।' তবে রাজনৈতিক হিংসা আগে থেকে কমেছে বলে মেনে নিয়েছেন তিনি। বলেন, 'কোনও ভাঙচুরকেই সমর্থন করি না। আমাদেরও পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। সেই খবর কই? 
বিজেপির এই উত্থান বেশি দিন থাকবে না।' 

মদনের বিরুদ্ধে পবন, ভাটপাড়ায় অর্জুন পুত্রকে প্রার্থী করে মোক্ষম চাল বিজেপির

কেন্দ্রীয় বাহিনী নিয়েও এদিন খোলামেলা মন্তব্য করেন পার্থবাবু। বলেন, 'ভোটকর্মীরা বাহিনীর দাবিতে যে বিক্ষোভ দেখাচ্ছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা ভালো তো। পারলে বুথের লাইনে বাহিনীকে দাঁড় করিয়ে দিক। ২০১৬ মনে করে দেখুন।  তাও ২১১ পেয়েছিলাম।' 

বিদেশ সফর নিয়ে এদিন ফের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন তৃণমূলের মহাসচিব। বলেন, 'মোদী ৫ বছরে ৯২ বার বিদেশে গেছেন। আর সব থেকে বেশি এ রাজ্যে এসে ভোট প্রচার করছেন।'

.