বাড়ির সামনে থেকে উধাও SSKM ডিনের বলেরো, স্কুলবাড়িতে গাড়ি লুকিয়েছিল চোর

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভবানীপুর থানার পুলিস। খতিয়ে দেখা হয় আশেপাশের সমস্ত সিসিটিভি। সেখান থেকেই এক ব্যক্তির ছবি পান তাঁরা। ব্যক্তিকে খুঁজে বের করে জানা যায় তাঁর নাম লাল বাবু যাদব। 

Reported By: অর্ণবাংশু নিয়োগী | Updated By: Jun 14, 2020, 11:26 PM IST
বাড়ির সামনে থেকে উধাও SSKM ডিনের বলেরো, স্কুলবাড়িতে গাড়ি লুকিয়েছিল চোর

নিজস্ব প্রতিবেদন: বাড়ির সামনে থেকেই উধাও গাড়ি। তাও আবার এসএসকেএম হাসপাতালের ডিন ডাঃ অভিজিৎ হাজরার গাড়ি। ঘটনাটি ঘটেছে চক্রবেড়িয়া রোডে। ৯ জুলাই তিনি ভবানীপুর থানায় একটি অভিযোগ দায়ের করে জানান, চক্রবেড়িয়া রোডে তাঁর গাড়িটি পার্ক করা ছিল। সেখান থেকেই চুরি যায় তাঁর বোলেরো গাড়িটি।

আরও পড়ুন: করোনা রোগীর কাছে গামছা, তেল, জল পৌঁছে দিলেই মোটা টাকা, দেদার তোলাবাজি মেডিকেলে

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ভবানীপুর থানার পুলিস। খতিয়ে দেখা হয় আশেপাশের সমস্ত সিসিটিভি। সেখান থেকেই এক ব্যক্তির ছবি পান তাঁরা। ব্যক্তিকে খুঁজে বের করে জানা যায় তাঁর নাম লাল বাবু যাদব। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে গাড়ি চুরির গোটা গল্প। লালবাবু যাদব জানায়, পরে বিক্রির পরিকল্পনায় লুকিয়ে রাখা হয় গাড়িটি। বয়ানে স্পষ্ট হয় চুরি করে গাড়িটি লোকানো ছিল ভবানীপুরের একটি স্কুলে। এরপর গ্রেফতার করা হয় লালবাবু যাদবকে। তল্লাশির পর উদ্ধার করা হয় গাড়িটিও। 

.